'৭-১ এর ভূত এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলকে'
ব্রাজিলের জালে একের পর এক গোল দিচ্ছে জার্মানি, পুরো স্টেডিয়ামে তখন কান্না রোল। বেলো হরিজন্তের সেদিনের পরাজয় যেন ছাপিয়ে গিয়েছিল ‘মারাকানা-ট্রাজেডি’কেও। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের সেই লজ্জার ৪ বছর পর আজ বার্লিনে প্রথমবারের মতো মুখোমুখি ব্রাজিল-জার্মানি। ব্রাজিল কোচ তিতে বলছেন, বিশ্বকাপে ওই হারের ভূত এখনও তাড়া করে বেড়ায় ব্রাজিলকে।
ঘরের মাঠে অমন হার আজও ব্রাজিলের মানুষকে কষ্ট দেয়, জানালেন তিতে, ‘৭-১ এর ওই হারটা একটা ভুতের মতো। এতগুলো বছর পেরিয়ে গেছে, তাও লোকে ওইদিনের ঘটনা নিয়ে কথা বলে। যত কথা বলে, ততোই জেগে ওঠে সেদিনের স্মৃতি। চাপা পড়ার সুযোগই পায় না এই ঘটনা।’
অন্যদের মতো তিতেও আবেগি হয়ে পড়েন সেদিনের কথা ভেবে, ‘আমি সাও পাওলোতে ঘরে বসে স্ত্রীর সাথে খেলা দেখছিলাম। তৃতীয় গোল হওয়ার পর থেকেই আমার স্ত্রী কাঁদছিল, সাথে আমিও মুষড়ে পড়েছিলাম। এরকম তো ভিডিও গেমসেও হয় না! জার্মানি শট নিলেই গোল হচ্ছিল।’
রাতে বার্লিনে মাঠে নামবে তিতের ব্রাজিল। এই ম্যাচে থাকছেন না জার্মানির থমাস মুলার ও মেজুত ওজিল।