পুরো খেলা না দেখেই উঠে গেলেন মেসি
একটা করে গোল হচ্ছে, দর্শকসারিতে বসা লিওনেল মেসির চেহারাটাও একটু একটু করে বিবর্ণ রূপ ধারণ করছে। মাঠে নামতে না পারার কষ্টটা তো ছিলই, সাথে যোগ হয়েছে দলের এমন বাজে পারফরম্যান্স। স্পেনের বিপক্ষে ৬-১ গোলের বিশাল হারটা তাই শেষ পর্যন্ত দেখতেও চাননি। খেলা শেষ হওয়ার আগেই সিট ছেড়ে উঠে চলে গিয়েছিলেন মেসি।
ইস্কোর হ্যাটট্রিকের রাতে আর্জেন্টিনার জালে গোল উৎসব করেছে স্পেন। মাঠের ১১ জন তো বটেই, হতাশার ছাপ স্পষ্ট ছিল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মেসির চোখেমুখেও। দর্শক হয়ে খেলা দেখতে বসেছিলেন, এমনটা হবে সেটা হয়ত একদমই ভাবেননি। দলের রক্ষণভাগকে নিয়ে রীতিমত ছেলেখেলাই করেছে রামোসরা। ৭৫ মিনিটে ইস্কো যখন হ্যাটট্রিক পূর্ণ করে করেন স্পেনের ৬ নম্বর গোলটি, মেসির ধৈর্যের বাধটাও হয়ত ভেঙে গেলো।
শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগেই তাই সিট ছেড়ে উঠে চলে গেলেন মেসি। বিশ্বকাপের বাকি নেই ৩ মাসও। নিজেও বলেছেন, হয়ত এটাই তাদের বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। এই সময়ে এমন হার নিশ্চয়ই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মেসিকে।