• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    স্পেনের কাছে হারটাই মেসির গুরুত্ব প্রমাণ করে : কস্তা

    স্পেনের কাছে হারটাই মেসির গুরুত্ব প্রমাণ করে : কস্তা    

    স্পেনের বিপক্ষে গতকাল আর্জেন্টিনার হয়ে মাঠে ছিলেন না লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে নিয়ে একরকম ছেলেখেলাই করেছে স্পেন, হারিয়েছে ৬-১ গোলে। ম্যাচের প্রথম গোলটা করেছিলেন ডিয়েগো কস্তা। তিনিই মনে করছেন মেসি না থাকায় তাদের খেলাটাও সহজ হয়ে গিয়েছিল, আর আর্জেন্টিনার এমন পরিণতিই প্রমাণ করে মেসি কতোটা গুরুত্বপূর্ণ দলের জন্য।  

    "আর্জেন্টিনিয়ানরা জানে মেসি আসলে মেসি! আমি মাঝেমধ্যে শুনি সেখানকার লোকজন নাকি তার সমালোচনা করে। মেসির প্রতিভার জন্যই তাকে আসলে আলাদা করে দেখা উচিত, কারণ সে সেরা।তার মতো খেলোয়াড়কে কোনোভাবেই কটাক্ষ করা যায় না। এমন একজন খেলোয়াড় পাওয়ার জন্য ইশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত।" -আর্জেন্টিনা সঙ্গে ম্যাচের পর বলেছেন কস্তা। 

    মেসি প্রতিপক্ষ দলে না থাকলে কেন খেলার ধরন বদলে যায় সেই ব্যাখ্যাও দিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার, "সবাই জানে মেসি মাঠে কী করার সামর্থ্য রাখে। তাই সে যখন প্রতিপক্ষ দলে থাকে না তখন আসলে সবকিছুই বদলে যায়। মেসির বিপক্ষে খেলতে হলে যে কোনো দলেরই কৌশল বদলাতে হয়, কারণ সে একাই খেলা ঘুরিয়ে দিতে পারে। আমরা অবশ্য চেয়েছিলাম ম্যাচটাতে সে যাতে খেলে, তাহলে পূর্ণ শক্তির একটা দলের সঙ্গেই খেলাটা হত।" 

    আর্জেন্টিনার জালে আধ ডজন গোল দিলেও তাদেরকে অবশ্য এখনও বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বী ভাবছেন কস্তা। বড় জয়ের পরও তাই মাটিতেই পা রাখছেন তিনি, "এই ফল আর্জেন্টিনাকে খারাপ দল বানিয়ে দেয়নি, তারা এখনও বিশ্বকাপ জিততে পারে। আমরা অসাধারণ খেলেছি। আমাদেরকে সেরাটাই খেলতে হত। ফলটাও আমাদের জন্য বেশ ভালো হয়েছে, কিন্তু তাই বলে আর্জেন্টিনার সাথে পরের ম্যাচটাও এমন হবে না। সেটা ভাবাই হবে বোকামি।"