• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ক্ষমা চাইলেন ওয়ার্নার

    ক্ষমা চাইলেন ওয়ার্নার    

    এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন, আজীবনের জন্য হারিয়েছেন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অধিকারও। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই কাল স্মিথ-ব্যানক্রফটের সাথে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ঘটনার ৫ দিন পর দেশে ফেরার পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো মুখ খুলে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

    pic.twitter.com/BaB8vsSvif

    — David Warner (@davidwarner31) March 29, 2018

    বল টেম্পারিংয়ের ‘মূল-কারিগর’ হিসেবে তাকে দোষী সাব্যস্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তরুণ ব্যানক্রফটকে বল টেম্পারের দিক নির্দেশনা দেওয়ার অভিযোগটাও ছিল। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অকপটে স্বীকার করলেন ওয়ার্নার, ‘অস্ট্রেলিয়া ও বিশ্বের সব ক্রিকেট ভক্তদের বলতে চাই, আমি দেশে ফিরছি। আমি এমন ভুল করেছি যেটায় ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমি ক্ষমা চাইছি, সব অভিযোগ স্বীকারও করছি। ক্রিকেট ও ভক্তদের মাঝে এই ঘটনার প্রভাবটা কেমন, সেটাও বুঝি। আমি ছোটবেলা থেকেই খেলাটাকে ভালোবাসি। এখন পরিবার, বন্ধু ও বিশ্বস্ত পরামর্শকদের সাথে কয়েকটা দিন কাটাবো। এরপর আবারও আপনাদের সামনে কথা বলব।’