ব্রিটিশ রেফারিদের ছাড়াই হবে বিশ্বকাপ
২০১৬ সালে বিশ্বকাপে ফিফার রেফারিদের সম্ভাব্য তালিকায় একমাত্র বৃটিশ হিসেবে ছিলেন মার্ক ক্ল্যাটেনবার্গ। কিন্তু পরের বছরই তিনি প্রিমিয়ার লিগ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। তার জায়গায় প্রতিনিধিত্ব করতে নতুন একজন রেফারিও দিতে চেয়েছিলেন ইংলিশ এফএ। কিন্তু তাতে সাড়া মেলেনি ফিফার। কোনো ব্রিটিশ ছাড়াই বিশ্বকাপের জন্য বাছাই করা ৯৯ জন রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা নিশ্চিত করেছে ফিফা।
সবশেষে ১৯৩৮ সালের বিশ্বকাপে রেফারিদের দলে প্রতিনিধিত্ব ছিল না ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের। অর্থাৎ ৮০ বছর পর প্রথমবার রাশিয়াতেই হতে যাচ্ছে ব্রিটিশ রেফারিবিহীন এক বিশ্বকাপ।
ইউরোপ থেকে জার্মানি, তুরস্ক, রাশিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সার্বিয়া, ইতালি, স্লোভেনিয়া, ফ্রান্সোয় রেফারিরা সুযোগ পেয়েছেন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার। এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে ৬ জন করে ও ওশেনিয়া অঞ্চলের দুইজন রেফারি ম্যাচ পরিচালনা করবেন বিশ্বকাপে।