• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গার্দিওলার ১৫ দিনের পরীক্ষা

    গার্দিওলার ১৫ দিনের পরীক্ষা    

    ম্যানচেস্টার সিটিই এবারের যে প্রিমিয়ার লিগ শিরোপাটা জিততে যাচ্ছে সেটা তো প্রায় নিশ্চিতই। খবরটা নতুনও নয়, অনেকদিন ধরেই যেন জানা! এখান থেকে শিরোপাশুন্য হতে হলে ঘটাতে হবে মিরাকেলের চেয়েও বেশি কিছু, সার্জিও আগুয়েরোর লিগ জেতানো সেই গোলের পান্ডুলিপিকেও মানাতে হবে হার। এই মৌসুমে সিটির যে আধিপত্য তাতে এসব ঠুনকো সম্ভাবনা তাই ধোপে টিকছে না। পরের দুই ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগ জিতবে পেপ গার্দিওলার। প্রথম পরীক্ষাটা আজ, এভারটনের বিপক্ষে।

    ইংল্যান্ডে আসার পর এভারটনকে এখনও হারাতে পারেনি গার্দিওলা। আগের মৌসুমে তো গুডিসন পার্ক থেকে ৪-০ গোলের এক হার নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এই মৌসুমেও লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠেও হারানো হয়নি এভারটনকে। মৌসুমের শেষ অংশে এসে সেই এভারটনকে দিয়েই শুরু হচ্ছে  গার্দিওলার নতুন মিশন। 



    এভারটনের বিপক্ষে ম্যাচের চারদিন পর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সঙ্গে ম্যাচ সিটির। একমাত্র লিভারপুলই এই মৌসুমে সিটির দম্ভে আঘাত হেনেছিল। গার্দিওলার পরীক্ষাটা এখানেই শেষ নয়। লিভারপুলের বিপক্ষে ম্যাচের তিনদিন পরই ম্যানচেস্টার ডার্বিতে তার দলকে খেলতে হবে নিজেদের মাঠে। এভারটনের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারলে ইউনাইটেডের সাথে ম্যাচটা হবে প্রিমিয়ার লিগ পুনুরুদ্ধারের ম্যাচ। ওই ম্যাচটা জিতলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। সারাজীবন যে নগর প্রতিদ্বন্দ্বীর ছায়ার নিচে থাকতে হয়েছে, তাদেরকে সামনেই শিরোপা জয়ের উৎসবে মাতার চেয়ে চেয়ে পরম আরাধ্য আর কী হতে পারে!  

    সেটা হতে পারে একটা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব তো নাগালের মধ্যেই, ডার্বিতে জিততে না পারলেও পরের সপ্তাহে টটেনহাম হটস্পারের বিপক্ষে ম্যাচে আবারও সুযোগ পাওয়া পাবে সিটি। কিন্তু তার আগে লক্ষ্যটা নিশ্চয়ই ইউরোপেই থাকার কথা গার্দিওলার। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের তিনদিন পর দ্বিতীয় লেগে লিভারপুলকে হারিয়ে সেই স্বপ্নের পথে আরেকটু এগিয়েই যেতে চাইবেন তিনি। পুরো বছর করেছেন কঠোর পরিশ্রম, পরের ১৫ দিন গার্দিওলার পরীক্ষা- এই কয়টা দিনের ওপরই নির্ভর করছে গার্দিওলার ফল!