প্রিমিয়ার লিগে লুকাকুর গোলের সেঞ্চুরি
প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রোমেলু লুকাকু। ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের ৫ মিনিটেই গোল করে ২৪ বছর বয়সী স্ট্রাইকার ঢুকে গেছেন প্রিমিয়ার লিগের রেকর্ডবুকে। তার চেয়ে কম বয়সে এই রেকর্ড ছুঁয়েছেন মাত্র চারজন। লুকাকুর ওপরে মাইকেল ওয়েন রবি ফাউলার, ওয়েইন রুনি, হ্যারি কেইনরা। গত মাসে লিগে গোলের সেঞ্চুরি পূরণ করেছিলেন হ্যারি কেইন, তখন তার বয়স ছিল ২৪ বছর ১৯১ দিন।
ওয়েস্টব্রমউইচ আলবিওনের হয়ে প্রিমিয়ার লিগে গোলের খাতা খুলেছিলেন লুকাকু। পরে এভারটনের হয়ে করেছিলেন ৬৮ গোল। আর লিগে নিজের ২১৫ তম ম্যাচে এসে করলেন এই মৌসুমের ১৫ তম গোল।
লুকাকুর রেকর্ড গড়ার দিনে সোয়ানসির বিপক্ষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ২০ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে লিড দ্বিগুণ করে বিরতিতে গিয়েছিল হোসে মরিনহোর দল। দ্বিতীয়ার্ধে ট্যামি আব্রাহামের শট দুইবার ঠেকিয়ে দিয়ে সোয়ানসিকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ডেভিড ডি গিয়া। দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি ইউনাইটেডও, তাই ২-০ গোলের জয় নিয়েই কয়েক ঘন্টার ব্যবধানে আবারও দুই নম্বরে ফিরে এসেছে ইউনাইটেড।