মিশরে ভোটেও সালাহ, লিভারপুলের জয়েও সালাহ
মিশরের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে দুই দিন। তাতে মুস্তা মুস্তফাকে হারিয়ে আবারও নির্বাচিত হয়েছে আব্দেল ফাত্তাহ আল সিসি। ৯২ শতাংশ ভোট পড়েছে তার নামে। কিন্তু দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যেও মিশরের অনেক মানুষ বেছে নিয়েছিলেন তৃতীয় আরেকজনকে! ব্যালট পেপারে দুইজনের নাম কেটে প্রায় ১০ লাখ মানুষ ভোট দিয়েছেন মোহাম্মদ সালাহকে। দ্যা ইকোনোমিস্টের রিপোর্ট দিয়েছে এমন বিস্ময়কর তথ্য।
মিশরকে প্রায় একাই বিশ্বকাপে নিয়ে গিয়ে নিজ দেশে সালাহ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একই কাজ করে যাচ্ছেন ইংল্যান্ডেও, লিভারপুলের হয়ে। আজও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতিয়েছেন দলকে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর ৪৯ মিনিটে সাদিও মানের গোলে ম্যাচে ফিরেছিল লিভারপুল। ম্যাচ শেষের ৬ মিনিট বাকি থাকতে সালাহই আরও একবার আবির্ভূত হয়েছে লিভারপুলের ত্রাতা রুপে। বাঁ দিক থেকে আসা অ্যালেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে গোল করে দলকে জিতিয়েছেন তিনি। সঙ্গে ছুঁয়েছেন আরও একটি রেকর্ড। প্রিমিয়ার লিগে এক মৌসুমে ২১ ম্যাচে গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় এখন সালাহ।
২০০৭/০৮ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো ২১ ম্যাচে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছিলেন লিগ শিরোপা। পরে স্যার অ্যালেক্স ফার্গুসনের শেষ মৌসুমে একই রেকর্ড গড়েছিলেন রবিন ভ্যান পার্সিও। দুইবারই ইউনাইটেড শিরোপা জিতলেও লিভারপুলের হয়ে শিরোপাশুন্যই থাকবেন সালাহ। তবে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়টা প্রায় নিশ্চিতই তার। দুইয়ে থাকা হ্যারি কেইনের চেয়ে এখনও পর্যন্ত চার গোলে এগিয়ে আছেন তিনি।
লিগে সালাহর গোল সংখ্যা ২৯। এক মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল ৩৪। অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার করেছিলেন ১৯৯৩-৯৪ ও ১৯৯৪-৯৫ মৌসুমে। প্রিমিয়ার লিগে লিভারপুলের বাকি আর ৬ ম্যাচ। ২৪ বছর পুরনো রেকর্ডটা ভাংতে পারলে হয়ত মিশরীয়দের সঙ্গে লিভারপুল সমর্থকেরাও সালাহকে প্রেসিডেন্ট হিসেবেই দেখতে চাইবেন!