ব্রাজিলের বিরুদ্ধে ষড়যন্ত্র !
দায়টা আসলে কার ছিল ? নেইমারের কিক করা বলে পাবলো আরমেরো যেভাবে পড়ে গেলেন সেটা কি ইচ্ছাকৃত ছিল ? পরে মুরিলোকে মেজাজ হারিয়ে ঢুঁস মেরেছেন নেইমার। ব্রাজিল অধিনায়ককে তাঁতিয়ে দিতে ইচ্ছা করেই অমন করেছেন কলম্বিয়ার খেলোয়াড়েরা ? এখানে অন্যরকম একটা গন্ধ খুঁজে পাচ্ছেন দানি আলভেস, ব্রাজিল ডিফেন্ডার মনে করছেন, ব্রাজিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই এমন করা হয়েছে।
ওই লাল কার্ড দেখার আগেই প্রথমার্ধে হাত দিয়ে বল ধরার জন্য হলুদ কার্ড পেয়েছেন নেইমার। সেটা ইচ্ছাকৃত কি না, সে প্রশ্ন থাকছেই। আলভেস তাই সরাসরিই বলে দিলেন, "আমি জানি না কেন নেইমার নার্ভাস হয়ে পড়েছিল । আমার মনে হয় দোষটা রেফারিদেরই নিতে হবে। প্রথমার্ধে ওকে ভুলভাবে হলুদ কার্ড দেওয়া হয়েছিল। রেফারিরা জানে ও আসলে কেমন। তারা মাঠের সবকিছু, এটা ভাবা বন্ধ করতে হবে। তাদের কাজ খেলা পরিচালনা করা।"
এই পরাজয়ের পর অবশ্য ব্রাজিলের পরের পর্বে সরাসরি যাওয়াটা খানিকটা সংশয়ে পড়ে গেল। তার ওপর নেইমার খেলতে পারবেন না পরের ম্যাচে। টুর্নামেন্টে আদৌ মাঠে নামতে পারবেন কি না সেটাও অনিশ্চিত। আলভেস অবশ্য আশাবাদী, "আমি জানি ব্রাজিলের বিপক্ষে সবসময় এরকম হয়। এই কঠিন সময়টা পার হওয়ার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। সবাই এখন আমাদের বিপক্ষে। আমাদের অনেকের বয়স কম, কিন্তু অভিজ্ঞতা কম নয়।"