• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালাহর হাতে বর্ষসেরার পুরস্কার দেখতে চান ক্লপ

    সালাহর হাতে বর্ষসেরার পুরস্কার দেখতে চান ক্লপ    

    ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই করেছেন বাজিমাত। লিভারপুলের ম্যাচ মানেই যেন মোহামেদ সালাহর গোল। ‘গোলমেশিন’ সালাহ মৌসুম শেষে কথায় থামবেন, জানা নেই কারোর। লিভারপুল কোচ ক্লপ বলছেন, এবার প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের খেতাবটা সালাহর পাওয়া উচিত।

    সব টুর্নামেন্ট মিলিয়ে এখনই সালাহর গোলসংখ্যা ৩৭। এর মাঝেই ভেঙ্গেছেন বেশ কয়েকটি রেকর্ডও। সালাহর হাতেই তাই বর্ষসেরার পুরস্কারটা দেখতে চান ক্লপ, ‘সালাহ এই পুরস্কার পাওয়ার ১০০ ভাগ দাবিদার। কোচ হিসেবে আমি তাকে বলবো, মৌসুমের বাকি সময়টা এভাবে খেলেই এটা প্রমাণ করে দেওয়া।’

     

     

    প্রিমিয়ার লিগ শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সালাহর মূল প্রতিপক্ষ হবে সিটির কেভিন ডি ব্রুইন, মানছেন ক্লপ, ‘দুজনই মৌসুমজুড়ে দুর্দান্ত খেলেছে। নিজেরা গোল করেছে, অ্যাসিস্টও করেছে। এই মুহূর্তে বলা কঠিন কে সেরা। সালাহর এটা জেতার যোগ্য। ব্রুইনও যে জিতবে না সেটাও আমি বলতে পারি না। যদি সিটি চ্যাম্পিয়ন হয়েই যায়, তাহলে ব্রুইনের তো একটা ট্রফি থাকবেই। এই ট্রফিটা না হয় সালাহ আর লিভারপুলের কাছেই থাকুক!’