• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ ন্যু ক্যাম্পে রোমার 'প্রতিশোধ' না বার্সার এগিয়ে যাওয়ার রাত?

    কিক অফের আগেঃ ন্যু ক্যাম্পে রোমার 'প্রতিশোধ' না বার্সার এগিয়ে যাওয়ার রাত?    

    হাফ ডজন গোল! ন্যু ক্যাম্পের কথা এলেই রোমার মাথায় ঘুরপাক খেতে বাধ্য দুই বছর আগে ৬-১ গোলে হারের সেই দুঃস্মৃতি। গ্রুপ পর্বের ম্যাচে অপ্রতিরোধ্য বার্সেলোনার সেদিন রীতিমত ছেলেখেলা করেছিল ইতালিয়ান ক্লাবটির সাথে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ আবারও বার্সেলোনার মাঠে খেলতে যাচ্ছে রোমা। কী হবে আজ? মেসি-সুয়ারেজে আবারও উড়ে যাবে রোমা, নাকি ন্যু ক্যাম্পে নতুন ইতিহাস রচনা করে ঘরে ফিরবে লা লুপারা?

     

    ইতিহাসে এগিয়ে কে?

    গত ১৬ বছরে মাত্র ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল, এর মাঝে একটি ছিল প্রীতি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের ৪ ম্যাচে দুই দলের পরিসংখ্যানটা সমানে সমান। একটি করে জয় দুই ক্লাবের, বাকি ২ ম্যাচ হয়েছে ১-১ গোলে ড্র। ২০০১-০২ মৌসুমে ঘরের মাঠে বার্সাকে ৩-০ গোলে হারিয়েছিল রোমা। ১৪ বছর পর ন্যু ক্যাম্পে বিশাল জয়ে সেই হারের বদলা নেয় বার্সা।

     

    প্রতিপক্ষকে সমীহ ভালভের্দের

    গ্রুপ পর্বে দুর্দান্ত ছিল রোমা, দ্বিতীয় পর্বে উঠেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। ঘরের মাঠে খেলা হলেও তাই নিজেদের ফেভারিট মানছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভের্দে, ‘আমার মনে হয় না প্রথম লেগেই কোয়ার্টারের ফলাফল নির্ধারিত হয়ে যাবে। আমাদের লক্ষ্য থাকবে গোল না খেয়ে ম্যাচ জেতা। গ্রুপ পর্ব থেকেই দারুণ খেলেছে রোমা, এজন্যই তাড়া কোয়ার্টারে উঠেছে। ম্যাচটা কঠিন হবে, আকর্ষণীয় তো বটেই।’

     

    রোমার ভয় মেসি

    আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচেই খেলতে পারেননি। লিওনেল মেসির ইনজুরি খানিকটা চিন্তায় ফেলে দিয়েছিল বার্সেলোনাকে। তবে বার্সার জন্য সুখবর, রোমার জন্য দুঃসংবাদ। ইনজুরি কাটিয়ে আজকেই ফিরছেন মেসি, ফিরছেন সার্জিও বুস্কেটও।

    ৬-১ এর সেই জয়ে জোড়া গোল করেছিলেন মেসি। এই মৌসুমেও আছেন অতিমানবীয় ফর্মে। রোমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে মেসির গোলের ইতিহাসও। চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে ১৯ ম্যাচ খেলেছেন, করেছেন ১২ গোল।

    এদিকে রোমার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের ইনজুরি সমস্যা। আজ নাও খেলতে পারেন দলের অন্যতম মূল ভরসা রাদজা নাইগোলান। অনিশ্চিত হয়ে পড়েছেন উইঙ্গার সেনজিগ ও মিডফিল্ডার পেল্লেগ্রিনিও।

    ঘরের মাঠে ফর্মের তুঙ্গে থাকা মেসি-সুয়ারেজদের কি আটকাতে পারবে রোমার রক্ষণ দেয়াল? না গতবারের মতো গোলবন্যায় ভাসতে হবে? বার্সার রক্ষণভাগে কাঁপন তুলে রোমা কি পারবে মহামূল্যবান অ্যাওয়ে গোল নিয়ে বাড়ি ফিরতে?


    অপ্রতিরোধ্য সিটিকে রুখে দেবে সালাহর লিভারপুল?

    চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মে লিভারপুলের অনেকটাই পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, সিটি কোচ পেপ গার্দিওলার পূর্ণ মনোযোগ তাই 'অধরা' চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকেই। দলের ফরোয়ার্ডরাও আছেন ফর্মের তুঙ্গে, প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছেন।

    অন্যদিকে মোহামেদ সালাহর ভেলায় ভেসে জয়ের ধারায় রয়েছে লিভারপুলও। ২০০৯ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে তারা। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিজেদের ইতিহাস নতুন করে লেখার আহবান জানিয়েছেন কোচ ক্লপ, ‘আমার ইতিহাস সবারই জানা। কিন্তু এই দলটাকে নিজেদের ইতিহাস নিজেদেরই লিখতে হবে। সিটি শক্ত প্রতিপক্ষ এটা সবাই জানে। তাদের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে।’

    পুরো মৌসুমে দাপটের সাথে খেলা সিটি লিগে হেরেছে মাত্র একবার। একমাত্র সেই হারটা এসেছে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষেই। আজও খেলা সেই অ্যানফিল্ডেই। লিভারপুল কি পারবে ১৪ জানুয়ারির সেই জয়ের পুনরাবৃত্তি করতে? না মৌসুমজুড়ে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানো সিটি ঘরে ফিরবে জয় নিয়েই?