কতটা উঁচুতে লাফিয়েছেন রোনালদো?
কী বলবেন ওই গোলকে? ম্যাজিক না অন্য কিছু? তবে জিনেদিন জিদানও যখন বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে মাথায় হাত দিয়ে বসেন, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকের ওই গোল নিয়ে আর বাড়তি কিছু বলার প্রয়োজন পড়ে না।
গোলটা হয়তো এর মধ্যেই আপনি বেশ কয়েক বার দেখে ফেলেছেন। তবে ওই গোলের জন্য রোনালদোকে কতটা উঁচুতে লাফাতে হয়েছে সেটা কি লক্ষ্য করেছেন? পাক্কা ২.৩ মিটার বা ৭ ফুট ৫ ইঞ্চি লাফাতে হয়েছে রোনালদোকে। পেশাদার কোনো ফুটবলারের উচ্চতায় অতটা নয়, রোনালদো ছাড়িয়ে গেছেন সবাইকে। আর তিন ইঞ্চি লাফালেই ছাড়িয়ে যেতে পারতেন বাস্কেটবলের ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় রোমানিয়ার গিওর্গি মুরেসানকে।
এমনকি লাফ দিয়ে গোলপোস্ট ছোঁয়া থেকেও বেশি দূরে ছিলেন না রোনালদো, সেজন্য তাঁকে আরও সাত ইঞ্চি লাফাতে হতো। হাই জাম্পের বর্তমান বিশ্ব রেকর্ডও তাই, রোনালদো চাইলে পেশাদার হাই জাম্পার হিসেবেও একটা চেষ্টা নিতে পারতেন। কে জানে, হয়তো সেই রেকর্ডও আরেকটা বাইসাইকেল কিকে ভেঙে দেবেন কখনো!