এখনই হাল ছাড়ছেন না গার্দিওলা
ছন্নছাড়া রক্ষণভাগ, বর্ণহীন ফরোয়ার্ড লাইন। মৌসুমজুড়ে দাপট দেখানো পেপ গার্দিওলার সেই ম্যানচেস্টার সিটিকে কাল খুঁজেই পাওয়া যায়নি। অ্যানফিল্ডে ৩-০ গোলের হারের পর চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে সিটিজেনরা। তবে এমন হারের পড়েও সেমিতে ওঠার আশা ছাড়ছেন না গার্দিওলা।
নিজেদের মাঠে বড় ব্যবধানে জিতলেই সেমিতে যাওয়ার আশা বেঁচে থাকবে। কাজটা কঠিন হলেও অসম্ভব মানছেন না গার্দিওলা, ‘বেশি কিছু আসলে বলার নেই। আমি জানি বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে না যে আমরা সেমিতে যেতে পারি। তবে এখনও আমাদের হাতে একটা ম্যাচ আছে। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। ৯০ মিনিট সময় থাকবে, আমাদের দর্শক, পরিবার আমাদের সাথে থাকবে। দলকে সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে।’
পুরো মৌসুমেই সিটির অপ্রতিরোধ্য রূপ দেখেছে ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লিগের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে এমন হার মেনে নেওয়া কঠিন, জানালেন গার্দিওলা, ‘ফুটবলে এমনটা হয়। এমন হার মেনে নেওয়া আমাদের সবার জন্যই কঠিন। লিভারপুল ভালো খেলেছে, আক্রমণগুলোকে গোলে পরিণত করেছে। এটাই আমরা করতে পারিনি। পরের লেগে এটা করতে না পারলে আসলে করার কিছুই থাকবে না।’