• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পগবাকে কেনার প্রস্তাব পেয়েছিলেন গার্দিওলা

    পগবাকে কেনার প্রস্তাব পেয়েছিলেন গার্দিওলা    

    রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন। তবে দুই মৌসুম পেরোতে না পেরোতেই ইউনাইটেডের সাথে সম্পর্কের অনেকটাই অবনতি ঘটেছে পল পগবার, অনিয়মিত হয়ে পড়েছেন  হোসে মরিনহোর দলেও। এর মাঝেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানালেন, বছরের শুরুতেই নাকি পগবাকে সিটিতে ভেড়ানোর প্রস্তাব পেয়েছিলেন এজেন্ট মিনো রায়োলার পক্ষ থেকে।

    যে মিনো রায়োলা একমাস আগেই গার্দিওলাকে বলেছিলেন ‘ ভীতু ও কুকুর’, সেই রায়োলাই নাকি পগবাকে সিটিতে আনার প্রস্তাব দিয়েছিলেন তাকে, ‘সে আমাকে প্রস্তাব দিয়েছিল পগবা ও মিকিতারিয়ানকে কিনতে চাই কিনা। সেই পড়ে আমাকে কুকুর বলেছিল। এভাবে তুলনা করা উচিত হয়নি একদম। কুকুরকে তো সম্মান দেওয়া উচিত! এটা হলে আমার কাছে তার ফুটবলারদের দিতে চাইলেন কেনও?’

    প্রস্তাব পেলেও অবশ্য পগবাকে কিনতে আগ্রহ দেখাননি গার্দিওলা, ‘আমি সরাসরি তাকে না বলে দিয়েছিলাম। পগবাকে কেনার মতো টাকা আমাদের নেই কারণ সে অনেক দামি ফুটবলার। আমি তো ভালো মানুষ নই তাইনা? তার ফুটবলারদের ভালো কাছে দিক।’

    এদিকে এমন প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন রায়োলা, ‘আমি তো গার্দিওলার সাথে কথাই বলিনি! ফুটবলার নিয়ে আমি তাঁর সাথে কথা বলবো কেনও, বললে সিটি কর্তৃপক্ষের সাথে বলবো।’ গার্দিওলার কথায় অবাক হয়েছেন পগবাও। নিজের টুইটারে মহা বিস্ময় প্রকাশ করেছেন তিনি।