বায়ার্নের ছয়ে ছয়
শিরোপা নিশ্চিত হতে পারত গত সপ্তাহেই। শালকের জয়ে অপেক্ষার প্রহরটা শুধু দীর্ঘ হয়েছিল। কাল রাতে অসগবার্গকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে টানা ষষ্ঠ লিগ শিরোপা জিতল তারা।
প্রতিপক্ষের মাঠে ১৮ মিনিটেই গোল খেয়ে কিছুতে চিন্তায় পড়েছিল বায়ার্ন। তবে এরপর ম্যাচের বাকি সময়টারাজত্ব করেছে তাদের ফরোয়ার্ডরাই। অসগবার্গের জালে ৪ বাল বল জড়িয়ে বড় জয় নিশ্চিত করেন রোবেন-হামেসরা। শেষ বাঁশি বাজালে উল্লাসে ফেটে পড়ে বায়ার্ন ডাগআউট।
২০১২-১৩ মৌসুম থেকে টানা চ্যাম্পিয়ন হওয়া বায়ার্নের মৌসুমের শুরুটা কিন্তু ভালো ছিল না। কার্লো আনচেলত্তির অধীনে অনেকটাই ফিকে লেগেছিল দাপুটে বায়ার্নকে। দলের সিনিয়র সদস্যরা তার সাথে নেই, এমন অভিযোগের পর দায়িত্ব ছাড়তে হয় তাকে। একই সাথে বরুসিয়া ডর্টমুন্ডের দুর্দান্ত ফুটবল চাপে রেখেছিল তাদের।
বায়ার্ন তার পুরনো রূপ ফিরে পায় হেইনকেসের অধীনে। অক্টোবরের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগুতে থাকে বায়ার্ন। পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল তারা, দ্বিতীয় স্থানে থাকা শালকের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে আছে বায়ার্ন।