• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ''সিটিকে শিরোপা জিততে দেওয়া 'মৃত্যুর' সমান হতো'

    ''সিটিকে শিরোপা জিততে দেওয়া 'মৃত্যুর' সমান হতো'    

    ম্যানচেস্টারের রঙ হতে পারত 'নীল'। কিন্তু পল পগবা সেটাকে করলেন 'লাল'। ২-০ গোলে পিছিয়ে পড়েও পগবার জোড়া গোলে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়ে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের অপেক্ষাটা আরেকটু দীর্ঘ করল ম্যানচেস্টার ইউনাইটেড। পগবা বলছেন, সিটিকে যদি ইউনাইটেড এই ম্যাচে শিরোপা নিশ্চিত করতে দিতও, তাহলে সেটা হতো মৃত্যুর সমান! 

     

     

    জিতলেই প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। এমন সমীকরণ সামনে রেখেই ইতিহাদে ইউনাইটেডের বিপক্ষে নেমেছিল সিটিজেনরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে শিরোপার সুবাস পাচ্ছিল গার্দিওলার দল। কিন্তু শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তনে জিতেছেন মরিনহোর ইউনাইটেডই। সেই জয়ের নায়ক অবশ্যই পগবা। 

    পগবা কিছুতেই সিটিকে জিততে দিতে চাননি, 'গত মৌসুমের সেই হার এখনও আমার মাথায় আছে। কিছুতেই এই ম্যাচটা হারতে চাইনি। যদি এই ম্যাচ জিতে সিটি চ্যাম্পিয়ন হতো, তাহলে আমাদের সমর্থকদের জন্য সেটা মৃত্যুর সমান হতো। সিটি আমাদের হারিয়ে শিরোপা জয়ের উল্লাস করছে, এটা কিছুতেই হতে দিতে পারতাম না। বিরতির সময় বলেছিলাম, আমাদের হারানোর কিছুই নেই, সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে।'