• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শেষ মুহূর্তে সিটির গোল হজমের 'দায়ভার' নিচ্ছেন গার্দিওলা

    শেষ মুহূর্তে সিটির গোল হজমের 'দায়ভার' নিচ্ছেন গার্দিওলা    

    শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারত সেদিনই। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের এরকম সময়ে এসে শেষ মুহূর্তে এভাবে গোল হজম করার জন্য নিজেকেই দায়ী করছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

    বছরের শুরুতে লিগে লিভারপুলের বিপক্ষে শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলেছিল সিটি। ইউনাইটেডের বিপক্ষে নিশ্চিত জয়টাও হাতছাড়া হয়েছে। শেষ মুহূর্তের এমন হারে খানিকটা চিন্তিত গার্দিওলা, ‘এটা নিয়ে অনেক ভেবেছি। চ্যাম্পিয়নস লিগে আমার সাথে আগেও এরকম বহুবার হয়েছে। তিন বছর আগে বার্সেলোনার সাথে ১৩ মিনিটে ৩ গোল খেয়েছি। লিভারপুল, ইউনাইটেডের সাথেও একই ঘটনা। হয়ত দোষতা আমারই! ভুলটা কোথায় হচ্ছে সেটা বের করতে হবে।’

    যেহেতু গোল খেয়েই যাচ্ছে দল, ম্যাচের সময়ে পাওয়া কোনো সুযোগই হাতছাড়া করতে চান না গার্দিওলা, ‘আমাদের দলে দুর্দান্ত ফুটবলার আছে। আমরা কিন্তু সুযোগ কম পাই না। এখন থেকে সব সুযোগকে কাজে লাগাতে হবে। সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে, চারবার আক্রমণ করলে তিনবারই গোল পায় প্রতিপক্ষ! রক্ষণভাগকে এটা নিয়ে ভাবতেই হবে।’