'বায়ার্নের শিরোপার কৃতিত্বটা আনচেলোত্তিরও'
আগের মৌসুমে তার হাত ধরেই এসেছিল টানা পঞ্চম শিরোপা। তবে এই মৌসুমে শুরুটা একদম ভালো হয়নি কার্লো আনচেলোত্তির বায়ার্ন মিউনিখের। তার বিদায়ের পর দলের হার ধরেন ইয়ুপ হেইঙ্কস, শেষ পর্যন্ত দলকে টানা ষষ্ঠবারের মতো বুন্দেসলিগা জিতিয়েছেন তিনিই। চ্যাম্পিয়ন হওয়ার পর এই জয়ের কৃতিত্বটা অবশ্য সাবেক কোচ আনচেলোত্তিকেও দিয়েছেন হেইঙ্কস।
এবারের মৌসুমের শুরুর ভাগে বেশ বিপাকেই পড়েছিল বায়ার্ন। লিগে খারাপ পারফরম্যান্সের সাথে যোগ হয় চ্যাম্পিয়নস লিগে পিএসজিরর বিপক্ষে ৩-০ গোলের বড় পরাজয়ও। ধৈর্যের বাধ ভাঙ্গে বায়ার্ন কর্তৃপক্ষের, সেপ্টেম্বরেই বরখাস্ত হন আনচেলোত্তি।
হেইঙ্কস দায়িত্ব নেওয়ার পর বায়ার্ন ফিরে পায় পুরনো রূপ। দাপটের সাথে খেলেই নিশ্চিত করে লিগ শিরোপার। শিরোপা জয়ের উৎসবে সাবেক কোচকে ভোলেননি বর্তমান কোচ, ‘আমি ইতালিতে আনচেলোত্তিকে অভিনন্দন বার্তা পাঠাতে চাই। শিরোপার কৃতিত্বটা তারও। তিনি দুর্দান্ত একজন কোচ।'
লিগ জেতার পর হেইঙ্কসের সামনে রয়েছে ট্রেবলের হাতছানি। ২০১২-১৩ সালে শেষবার ট্রেবল জিতেছিল বায়ার্ন।