• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেড তরুণদের 'অনুপ্রেরণা' যোগাতে মেসির ছবি!

    ইউনাইটেড তরুণদের 'অনুপ্রেরণা' যোগাতে মেসির ছবি!    

    তরুণদের ‘অনুপ্রেরণা’ যোগানোর মতো কম ফুটবলার নেই তাদের। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ অবশ্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে ব্যবহার করল অন্য এক ক্লাবের ফুটবলারের ছবি। তরুণ ইউনাইটেড ফুটবলারদের ড্রেসিংরুমে এখন শোভা পাচ্ছে লিওনেল মেসির ছবি!

    ইউনাইটেডের বিখ্যাত অনুশীলন কেন্দ্র ক্যারিংটনের ড্রেসিংরুমে টাঙ্গানো হয়েছে মেসির একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলার পর নিজের বুটজোড়া নিজেই পরিষ্কার করছেন তিনি।

    যুব দলের কোচ নিকি বাট বলছেন, মেসির মতো ফুটবলারকে এভাবে বুট পরিষ্কার করতে দেখলে তরুণদের মাঝে ‘বিনয়’ আসবে। ভবিষ্যতে বড় ফুটবলার হতেও এটা তাদের কাজে দেবে। শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরেও মেসির ময় বিনয়ী হতে হবে সবাইকে। 

    মেসির ছবি টাঙ্গানো দেখে এখন পগবা, লুকাকুরা রাগ না করলেই হয়!