• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালের বিপক্ষে 'অলৌকিকের' আশায় জুভেন্টাস

    রিয়ালের বিপক্ষে 'অলৌকিকের' আশায় জুভেন্টাস    

    ঘরের মাঠে ৩-০ গোলের হার। জুভেন্টাসের বিপক্ষে মহামূল্যবান ৩টি অ্যাওয়ে গোল নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল মাদ্রিদ। তুরিনের বুড়িদের সেমিতে ওঠার সম্ভাবনা তাই অনেকটাই ক্ষীণ। তবে এই কঠিন পরিস্থিতিতেও আশা ছাড়ছেন না জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি, অপেক্ষায় আচ্ছেন 'অলৌকিকের'।

     

     

    রোনালদোর অতিমানবীয় হয়ে ওঠার দিনে একটা গোলও পায়নি বুফনের দল। হতাশা ঝেড়ে ফেলে বার্নাব্যুতে ওল্ড লেডিদের ফিরে আশার গল্প রচনা করতে চান আলেগ্রি, ‘ফুটবলে সবকিছুই সম্ভব। আমাদের খারাপ দিন গেছে। এমন খারাপ দিন তো রিয়ালেরও আসতে পারে! হতাশ হয়ে আশা ছেড়ে দিলে হবে না। ৯০ মিনিট সময়, শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়াই আমাদের কাজ। ফলাফল কী হবে সেটা পড়ে দেখা যাবে।’

    কার্ড দেখে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না পাউলো দিবালা। তবে ইনজুরি কাটিয়ে বেনেটিয়া ও পিজানিকের ফেরায় কিছুটা স্বস্তিতে আছেন আলেগ্রি।

    আগামীকাল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল-জুভেন্টাস।