• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ইনিয়েস্তা?

    চ্যাম্পিয়নস লিগে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ইনিয়েস্তা?    

    শেষ বাঁশি বাজল। অলিম্পিক স্টেডিয়ামের গর্জনে তখন কেঁপে উঠছে পুরো রোম। রোমায় তখন বাধভাঙা উল্লাস। ঠিক উল্টোচিত্র বার্সেলোনা ডাগআউটে, হতাশায় ডুবে গেছে পুরো দল। তবে সবার মাঝে একজনের শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকা নজর এড়ায়নি কারো। মাথা নিচু করে মাঠ ছাড়ার পর ম্যাচ শেষে কান্নাভেজা চোখে আন্দ্রেস ইনিয়েস্তা বলেই দিলেন, এটাই হয়ত চ্যাম্পিয়নস লিগে তার শেষ ম্যাচ ছিল।

     

     

    এখানেই ফুটবলের হাতেখড়ি। পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন বার্সায়, জিতিয়েছেন ৪টি চ্যাম্পিয়নস লিগসহ বহু ট্রফি। চ্যাম্পিয়নস লিগের ‘শেষটা’ এমন হার দিয়ে হবে, কিছুতেই মানতে পারছেন না ইনিয়েস্তা, ‘হয়ত এটাই আমার শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। এজন্যই হয়ত বিদায়ের কষ্টটা এত বেশি। এমন বিদায় মেনে নেওয়া যায় না, আমাদের যে লিড ছিল সেই অবস্থা থেকে তো কেউ ভাবেইনি যে আমরা বাদ পড়ব। এই মৌসুমে আমরা যেভাবে খেলছি তাতে এটা খুব বেশি হতাশার।’

    কোচ এরনেস্তো ভালভের্দে এমন হার মানতে পারছেন না, 'এমন হার কখনোই মানা যায় না। ২-০ তে পিছিয়ে পড়ার পর আমরা কিছুই করতে পারিনি। রোমার সামনে দাঁড়াতেই পারেনি দল। ওরা ভালো খেলেছে, আমরা বাজে খেলেছি। আমাদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। কিন্তু রোমার খেলার ধরন আমাদের রক্ষণাত্মক খেলতে বাধ্য করেছে। কোচ হিসেবে হারের সব দায়ভার আমি নিচ্ছি। '

    এদিকে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ তো বলেই দিয়েছেন, এই বার্সেলোনা সেমিফাইনালে যাওয়ার ‘যোগ্য’ ছিল না, ‘দল যেভাবে খেলেছে, সেটায় সেমিফাইনালে যাওয়া যায় না। সমর্থকদের জন্য আমার খারাপ লাগছে। তবে রোমাকে অভিনন্দন, তারা নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। বিশ্বাস ছিল বলেই এমন জয় পেয়েছে তারা।’