কিক অফের আগেঃ বার্নাব্যুতে হবে জুভেন্টাসের 'অলৌকিক' প্রত্যাবর্তন?
ফুটবলে ‘মিরাকল’ হয়। যে ‘অলৌকিকের’ আশায় বসে আছেন জুভেন্টাস কোচ ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রি, কাল বার্সেলোনার বিপক্ষে সেটাই করে দেখিয়েছে রোমা। কিন্তু অলিম্পিক স্টেডিয়ামে যা হয়েছে, বার্নাব্যুতেও কি তাই হবে? রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ইতিহাস গড়ে সেমিতে যেতে পারবে জুভেন্টাস? নাকি প্রথম লেগের মতো এবারও তাদের উড়িয়ে হ্যাটট্রিক শিরোপার দিকে আরেকধাপ এগিয়ে যাবে জিদানের রিয়াল?
ইতিহাস নেই জুভেন্টাসের পক্ষেঃ
যখন ‘অলৌকিকের’ স্বপ্ন দেখছে আলেগ্রি, ইতিহাস কিন্তু তাদের বিপক্ষেই সাক্ষী দিচ্ছে। বার্নাব্যুতে এর আগে আটবার খেলেছে তুরিনের ওল্ড লেডিরা। পাঁচবারই হার নিয়ে দেশে ফিরতে হয়েছে, জয় এসেছে মাত্র ২ ম্যাচে, ড্র একটিতে। শেষবার রিয়ালের মাঠে জয় এসেছে ২০০৮-০৯ মৌসুমে। সেবার মাদ্রিদকে গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে হারায় জুভেন্টাস। এটাই বার্নাব্যুতে জুভেন্টাসের সবচেয়ে বড় জয়, যদিও আজ এই ব্যবধানের জয়েও নিশ্চিত হবে না সেমিফাইনাল।
বুফনের শেষ ম্যাচ?
অনেক আগেই বলেছিলেন, এই মৌসুম শেষেই হয়ত তুলে রাখবেন জুভেন্টাসের জার্সি। আজ যদি খালি হতে ফিরতে হয়, তাহলে চ্যাম্পিয়নস লিগে হয়ত আর দেখা যাবে না জিয়ানলুইজি বুফনকে, জানিয়েছেন বুফন নিজেই, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটা যেন জুভেন্টাসের শেষ ম্যাচ না হয় সেটা নিশ্চিত করতে হবে। তবে হয়ত এটাই আমার শেষ হবে। কিন্তু এটা নিয়ে আসলে দুঃখ পাচ্ছি না কিংবা ভাবছিও না । রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজের শেষ ম্যাচ খেলাটা মন্দ ব্যাপার নয়!’
আবারও জুভেন্টাসের ‘ঘাতক’ রোনালদো?
প্রথম লেগের হাইলাইটস ছিল তার সেই বাইসাইকেল কিকটাই। জুভেন্টাসকে পেলেই যেন একটু বেশিই জ্বলে ওঠেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুফনের বিপক্ষে ৯ বার জালে বল জড়িয়েছেন সিআর সেভেন, এক প্রতিপক্ষের বিপক্ষে মেসি ছাড়া এত গোল আর কারোরই নেই! ঘরের মাঠে যে রোনালদো আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা হয়ত খুব ভালোমতোই জানে জুভেন্টাস।
একদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রিয়াল, অন্যদিকে খাদের কিনারায় থাকা জুভেন্টাস। কি হবে বার্নাব্যুতে? ফিরে আসার আরেকটি গল্প রচনা করতে পারবে জুভেন্টাস?
বায়ার্নকে চমকে দেবে সেভিয়া?
সেভিয়ার মাঠে খুব আহামরি পারফরম্যান্স উপহার দিতে পারেনি বায়ার্ন মিউনিখ। তবে ২-১ গোলের জয়ে মহামূল্যবান অ্যাওয়ে গোল নিয়ে ঘরে ফিরেছে বায়ার্ন। সেভিয়ার আশা বাঁচিয়ে রেখেছে পাবলো সারাবিয়ার গোলটিই।
ঘরের মাঠে মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য বায়ার্ন। লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ, বায়ার্নের মাঠে এসে হাসি মুখে ফিরতে পেরেছে খুব দলই। অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ১-০ গোলে হারলেও সেমিতে চলে যাবে রোবেনরা।
তবে সেভিয়ার সামনে আছে ইতিহাস গড়ার সুযোগ, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিতে ওঠার স্বপ্ন হাতছানি দিচ্ছে। তাদের সাথে রয়েছে বায়ার্নের ‘ভয়ের ইতিহাসও’। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস হওয়ার পর প্রত্যেকবারই স্প্যানিশ ক্লাবের কাছে হেরেই বিদায় নিয়েছে বায়ার্ন!