টানা দ্বিতীয়বার উইজডেনের 'লিডিং ক্রিকেটার' কোহলি
গত বছরেও ঝুলিতে ভরেছিলেন পুরস্কারটি। টানা দ্বিতীয় বছরও উইজডেনের 'লিডিং ক্রিকেটার' হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই পেয়েছেন এই স্বীকৃতি।
এই ক্রিকেট মৌসুমে টেস্টে কোহলির রান ১০৫৯, গড় ৭৫। হাজার রান করা ব্যাটসম্যানদের মাঝে তার চেয়ে বেশি গড় ছিল শুধু স্মিথেরই। পাঁচ সেঞ্চুরির তিনটিকেই পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে।ওয়ানডেতেও ছিল কোহলির রানবন্যা, ৭৬ গড়ে করেছেন ১৪৬০ রান। সব ফরম্যাট মিলিয়ে ৪৬ ম্যাচে তার রান ২৮১৮, দ্বিতীয় স্থানে থাকা জো রুটের চেয়ে তা ৭০০ রানের বেশি।
কোহলির অধীনে ১১ টেস্টের ৭টিতেই জিতেছে ভারত। ২৮ টি ওয়ানডের মাঝে জয় ২১টি, ১৩ টি-টোয়েন্টিতে দল জিতেছে ৯ টিতে।
টানা দুই বছর উইজডেনের এই পুরস্কার জেতা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তিনি। ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুইবার এই পুরস্কার উঠেছিল বিরেন্দর শেহওয়াগের হাতে।