• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রেফারি 'অমানুষের' মতো সিদ্ধান্ত নিয়েছেন'

    'রেফারি 'অমানুষের' মতো সিদ্ধান্ত নিয়েছেন'    

    এটাই যে চ্যাম্পিয়নস লিগে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে, সেটা হয় ধরেই নিয়েছিলেন। তবে বিদায়টা যে এভাবে হবে, সেটা কি জিয়ানলুইজি বুফন দুঃস্বপ্নেও ভেবেছিলেন? হয়ত না। জুভেন্টাস ‘অলৌকিক’ প্রত্যাবর্তন করলেও অতিরিক্ত সময়ে গিয়ে দেখলেন লাল কার্ড। পেনাল্টি থেকে পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সেমিতে উঠল রিয়াল মাদ্রিদ। যে পেনাল্টির প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন লাল কার্ড, সেই পেনাল্টি দেওয়া রেফারিকে বুফন বলছেন ‘অমানুষ’!

     

     

    ৯৩ মিনিটে লুকাস ভাজকেসকে ফাউল করেন মেধি বেনাতিয়া। রেফারি মাইকেল অলিভার সাথে সাথেই বাজান পেনাল্টির বাঁশি। এই সিদ্ধান্ত যেন কিছুতেই মানতে পারছিলেন না বুফন, তেড়েফুঁড়ে গিয়ে রেফারির সাথে জড়িয়ে পড়েন তর্কে। এক পর্যায়ে বুফনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি, শেষ হয়ে যায় বুফনের চ্যাম্পিয়নস লিগ। সেই পেনাল্টি থেকেই গোল করেছেন রোনালদো।

    রেফারির সিদ্ধান্তটা ‘পাশবিক’ বলেই মানছেন বুফন, ‘৯৩ মিনিটে যদি এরকম পেনাল্টি দেন, তাহলে আপনি মানুষ না, আপনি পশু। তার যদি খেলা পরিচালনা করার দৃঢ় মানসিকতা ও ব্যক্তিত্ব না থাকে, তাহলে তার রেফারিই হওয়া উচিত নয়। স্ত্রীর সাথে দর্শকসারিতে বসে চিপস খাওয়া উচিত।’

    অল্পের জন্য ফিরে আসার রূপকথা রচনা করতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। শেষবারের মতোই হয়ত চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের জারি গায়ে নেমেছিলে বুফন। রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই শেষ হয়ে গেছে সব, জানালেন বুফন, ‘অন্তিম মুহূর্তে এরকম বিতর্কিত সিদ্ধান্ত দিলে সেটার ফল কাউকে না কাউকে ভুগতেই হবে। তার যা করার কথা ছিল সেটাই হয়ত করেছেন। তার আসলে ওই মুহূর্তে কি করা উচিত সেটাই জানতেন না।’