ওল্ড ট্রাফোর্ড ছাড়তে হবে ইউনাইটেডকে?
এই স্টেডিয়ামের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। ম্যানচেস্টার ইউনাইটেডের নাম উচ্চারিত হলেই চলে আসে ওল্ড ট্রাফোর্ডের নামও। তবে খুব তাড়াতাড়িই নাকি এই স্টেডিয়াম ছাড়তে হতে পারে ইউনাইটেডকে!
ইউনাইটেড ভক্তদের দীর্ঘদিনের দাবি, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা আরও অনেক বাড়ানো হোক। বর্তমানে ওল্ড ট্রাফোর্ডের ধারণক্ষমতা প্রায় ৭৫ হাজার। সমর্থকরা চান, এটা ছাড়িয়ে যাক ৯০ হাজারকে। তাহলেই কেবল ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হওয়া যাবে।
কিন্তু চাইলেই কি হয়? ধারণক্ষমতা বাড়াতে হলে স্যার ববি চার্লটন স্ট্যান্ডে করতে হবে সংস্কার কাজ। আর সেই কাজ চলার সময় থাকবে ঝুঁকি, ফলে মাঠে কোনো ধরনের খেলা চালিয়ে যাওয়াও সম্ভব হবে না।
ইউনাইটেডের নির্বাহী প্রধান রিচার্ড আর্নল্ড বলছেন, ‘ধারণক্ষমতা বাড়ানোর জন্য ‘ঘরছাড়া’ হতে রাজি নন তারা, ‘আর একটা মাত্র স্ট্যান্ডেই সংস্কার করা যাবে। এটা ঠিক করতে অনেক বেগও পেতে হবে। এই কাজ শেষ হতে কয়েক মৌসুম তো লাগবেই! আমরা ঘরছাড়া হতে চাই না। আমরা লন্ডনের ক্লাবও নই যে ওয়েম্বলিতে গিয়ে খেলব।’
শেষ পর্যন্ত সমর্থকদের দাবি মেনে নিয়ে নতুন স্টেডিয়ামের খোঁজ করবে কিনা ইউনাইটেড, সেটা সময়ই বলে দেবে।