শিরোপার আরও কাছে সিটি
শিরোপা নিশ্চিত হতে পারত আগের ম্যাচেই, ম্যানচেস্টার ইউনাইটেড সেটা হতে দেয়নি। লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিতে হয়েছে। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির সময়টা ভালো কাটছিল না। গত সপ্তাহের হতাশা ঝেড়ে ফেলে জয়ের ধারায় ফিরেছে সিটি, টটেনহামকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা থেকে আর ৩ পয়েন্ট দূরে আছে পেপ গার্দিওলার দল। তবে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড আজকের ম্যাচে হারলেই প্রিমিয়ার লিগ নিশ্চিত হবে সিটিজেনদের।
ওয়েম্বলিতে প্রথমার্ধে সিটির সামনে দাঁড়াতেই পারেনি স্পার্স। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা সিটি প্রথম গোলের দেখা পায় ২২ মিনিটেই। ভিনসেন্ট কোম্পানির লং বল নিয়ন্ত্রণে এনে গোলরক্ষক হুগো লরিসের পাশ দিয়ে জালে বল জড়ান গ্যাব্রিয়েল হেসুস। তিনি মিনিট পর আবারও সিটির গোল। রহিম স্টারলিংকে লরিস বক্সের বাইরে ফাউল করলেও পেনাল্টি দেন রেফারি, ইলকে গুন্ডোয়ান সেখান থেকে গোল করতে ভুল করেননি।
বিরতির আগে অবশ্য ২ গোলের লিডটা ধরে রাখতে পারেনি সিটি। হ্যারি কেনের থ্রু বলে গোল করে টটেনহামকে কিছুটা আশার আলো দেখান ক্রিশ্চিয়ান এরিকসন। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই সিটিকে চাপে রাখে তারা।
সমতা আনার বহু চেষ্টা চালালেও সিটির জমাট রক্ষণভাগের সুবাদে তা হয়নি। উল্টো ৭২ মিনিটে তৃতীয় গোল করে নিশ্চিত হয় সিটির জয়। স্টারলিংয়ের এই গোলের পর বাকি ১৮ মিনিট নির্বিঘ্নেই পার করেছে সিটি। এবারের মৌসুমে এই পর্যন্ত ১৪টি অ্যাওয়ে ম্যাচে জিতল সিটি, ২০০৪-০৫ মৌসুমে ১৫ টি অ্যাওয়ে জয় নিয়ে সবার ওপরে আছে চেলসি।
সিটির জয়ের রাতে দুর্দান্ত এক জয় পেয়েছে চেলসিও। ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আন্তনিও কন্তের দল। ২১ মিনিটে ডুসান ট্যাডিকের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ৬০ মিনিটে লিড বাড়ান বেডনারেক। এরপর ৭০ মিনিটে অলিভিয়ের জিরু ও ৭৫ মিনিটে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে সমতা আনে চেলসি। ৭৮ মিনিটে জয়সূচক গোলটি আসে জিরুর পা থেকেই।
অন্য ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে জিততে খুব একটা হ্যাপা পোহাতে হয়নি লিভারপুলকে। মানে, সালাহ ও ফিরমিনোর গোলে ৩-০ ব্যবধানের সহজ জয়ি পেয়েছে লিভারপুল। ৭ মিনিটে সাদিও মানে এগিয়ে দেন লিভারপুলকে। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৯ মিনিটে সালাহর দারুণ এক হেডার ব্যবধান বাড়ায়, এই মৌসুমে এটি তার ৪০তম গোল। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে তৃতীয় গোলটি করেন রবার্তো ফিরমিনো।