• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "রেফারির সিদ্ধান্তকে 'ডাকাতি' বলা লজ্জাজনক"

    "রেফারির সিদ্ধান্তকে 'ডাকাতি' বলা লজ্জাজনক"    

    কিয়েলিনি বলছেন ‘ডাকাতি’ইতালিয়ান সংবাদমাধ্যমও সেরকমটাই বলছে। রিয়াল-জুভেন্টাস ম্যাচের ৯৩ মিনিটে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্তটা কতটুক সঠিক ছিল, সে নিয়ে দুই পক্ষেও কথার লড়াই চলছে এখনও। এবার রিয়াল কোচ জিনেদিন জিদান জানালেন, রেফারির ওই সিদ্ধান্তকে ডাকাতি বলা রীতিমত লজ্জাজনক ব্যাপার।

     

     

    অন্তিম মুহূর্তে রেফারির ওই সিদ্ধান্তেই ভেস্তে গেছে জুভেন্টাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। পেনাল্টির প্রতিবাদ করে লাল কার দেখেছেন জিয়ানলুইজি বুফন। গোল করে রিয়ালকে সেমিতে নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছেই।

    জিদান মনে করেন, পেনাল্টি নিয়ে যেসব কথা হচ্ছে, তা বলা একদমই শোভনীয় নয়, ‘কিছু মানুষ পেনাল্টিটা নিয়ে অনেক কিছুই বলছে যা রীতিমত লজ্জার। ওটা পেনাল্টি ছিল কি ছিল না, সেটা নিতে কথা হতে পারে। কিন্তু ‘ডাকাতি’ ধরনের শব্দ ব্যবহার করা মোটেও উচিত না, খুব রাগ হচ্ছে এসব শুনে। এটা বন্ধ হতে হবে। সবার মতামত ভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে এমনটা মেনে নেওয়া যায় না।’

    হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে জিদানের দল। এই সাফল্যেই সবাই ‘ঈর্ষান্বিত’, ধারণা জিদানের, ‘মাদ্রিদকে নিয়ে এরকম কথা আগেও ছিল, ভবিষ্যতেও হবে। ক্লাবের ইতিহাস কেউ বদলাতে পারবে না এরকম কথা বলে। যখন আপনি সেরা, তখন লোকে নানান কথা বলবেই।’