ওল্ড ট্র্যাফোর্ডেই চ্যাম্পিয়ন সিটি
গত সপ্তাহে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে দুই গোলে পিছিয়ে থেকেও হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই জয়ের পর ইতিহাদ স্টেডিয়ামে থমকে গিয়েছিল সিটির শিরোপা উৎসবই। সেটা অবশ্য খুব বেশিদিন আর আটকে রাখতে পারল না হোসে মরিনহোর দল। ঘরের মাঠে ওয়েস্টব্রমের কাছে ১-০ গোলে হেরে সাতদিন পরই আবারও সিটিকে শিরোপা জয়ের উৎসব করার সুযোগ দিল ম্যান ইউনাইটেড। ইতিহাদে না পারলেও তাই ওল্ড ট্রাফোর্ডেই প্রিমিয়ার লিগের তৃতীয় শিরোপা নিশ্চিত হল সিটির।
ওল্ড ট্রাফোর্ডে খেলা, তাও পয়েন্ট তালিকার একেবারে তলানির দল ওয়েস্টব্রমের বিপক্ষে। পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়াও প্রায় নিশ্চিতই ছিল তাদের। সেই দলকেই হারাতে পারেনি ইউনাইটেড। ৭৩ মিনিটে জে রদ্রিগেজের গোলে হার নিশ্চিত হয় ইউনাইটেডের।
গতকাল টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারানোর পর নিজেদের কাজটা করে রেখেছিল ম্যান সিটি। কিন্তু পেপ গার্দিওলা নিজেও আশা করেননি এই সপ্তাহেই জিতে যাবেন শিরোপা। ম্যাচ শেষে জানিয়েছিলেন, ইউনাইটেডের ম্যাচের সময় ছেলের সঙ্গে গলফ খেলায় ব্যস্ত থাকবেন তিনি। হয়ত গলফের মাঠ থেকেই শুনেছেন সংবাদটা। প্রথম স্প্যানিশ ম্যানেজার হিসেবে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি! লিগ জেতাটা অবশ্য গার্দিওলা অভ্যাসেই পরিণত করেছেন। ম্যানেজার হিসেবে ৯ বছরের ক্যারিয়ারে এই নিয়ে ৭ বারই লিগ জিতলেন তিনি।