• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    গোল্ডেন বুট নয়, সালাহর লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ

    গোল্ডেন বুট নয়, সালাহর লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ    

    ব্যক্তিগত কিংবা দলগত, এই মৌসুমে মোহামেদ সালাহর যেন সবদিকেই পোয়াবারো। একের পর এক গোলের রেকর্ড ভাঙছেন, লিভারপুলও উঠেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। সালাহ বলছেন, গোল্ডেন বুট নয়, তার ধ্যানেজ্ঞানে শুধুই চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

    প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত গোলসংখ্যা ৩০, সব টুর্নামেন্ট মিলিয়ে ৪৫ ম্যাচে ৪০। লিগে সালাহর পড়েই আছেন টটেনহামের হ্যারি কেন (২৫ গোল)। এরপর ২১ গোল করে তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।

     

     

    সালাহ বলছেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘যদি আমার হাতে বেছে নেওয়ার সুযোগ থাকে, আমি চ্যাম্পিয়নস লিগ শিরোপাকেই বেছে নেবো। এতে কোনো সন্দেহই নেই! সবার জন্যই এটা জেতা বিশাল ব্যাপার। অন্যকিছু নিয়ে এত ভাবছি না।’

    যত গোল করেছেন, সেটার জন্য সতীর্থদেরই কৃতিত্ব দিচ্ছেন সালাহ, ‘দলের সবাই আমাকে পাস দিয়ে সাহায্য করেছে। টটেনহাম ও সিটিতে যেমন সবাই কেন ও আগুয়েরোকে সাহায্য করে। দিনশেষে আমরা সবাই দলের জন্যই খেলি।’