"আমি তো আর মাঠে খেলতে নামি না!"
গত সপ্তাহে ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে শিরোপা উল্লাস করতে দেয়নি তার দল। সুযোগ ছিল সিটির অপেক্ষা আরও বাড়ানোর। তবে ওল্ড ট্রাফোর্ডে তালিকার তলানিতে থাকা ওয়েস্ট ব্রমের কাছে ১-০ ব্যবধানে হেরে সিটির শিরোপা জয় নিশ্চিত হয়েছে ওল্ড ট্রাফোর্ডে। ঘরের মাঠ, প্রতিপক্ষ তাও আবার ওয়েস্টব্রম- তাদের কাছেই হেরে যাওয়ায় সেটা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। হোসে মরিনহো কি তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন?
দুই মৌসুম হলো ইউনাইটেডের দায়িত্ব পালন করছেন। নিজের দ্বিতীয় মৌসুমে লিগ জেতাটা অভ্যাস বানিয়ে ফেলেছিলেন 'স্পেশাল ওয়ান'। কিন্তু এবার ছেদ গেল সেই রেকর্ডও। তবে নিজের কোচিং কৌশলের ওপর তবুও পূর্ণ আস্থা রাখছেন তিনি, "আমি আমার কাজে বিশ্বাস রাখি। তিনটি প্রিমিয়ার লিগসহ ৮টি ট্রফি জিতেছি। আর শেষ ট্রফি তো ২০ বছর আগেও আসেনি, তিন বছর আগে এসেছিল! আমি জানি কীভাবে জিততে হয়, এই বিশ্বাস আছে। তবে আমি তো আর মাঠে খেলতে নামি না!"
পুরো মৌসুমে দাপট দেখিয়েই শিরোপা জিতল সিটি। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভোলেননি মরিনহো, তবে সিটির সঙ্গে নিজেদের ব্যবধানটা কমই দেখছেন তিনি। "আমি যদি সিটির কোচ হতাম আর কেউ যদি বলত ইউনাইটেড হারাতে আপনারা ট্রফি জিতেছেন, তাহলে কষ্ট পেতাম। সিটি জিতেছে কারণ তারা এই মৌসুমের সেরা দল ছিল। আমরাও কিন্তু খুব বেশি পয়েন্ট পিছিয়ে নেই।"
দলকে মানসিকভাবে আরও শক্ত হতে হবে বলে মানছেন মরিনহো। ম্যানচেস্টার ডার্বি জিতে সেই উল্লাসে তিনি ভেসে যাননি, কিন্তু দলে আত্মতৃপ্তি চলে এসেছিল বলেই মনে করছেন তিনি। "আমি ৮টি ট্রফি জিতেছি বলেই গত সপ্তাহে সিটির বিপক্ষে জয়ের পর আবেগে ভেসে যাইনি। অনেকের সাথে এরকম হয়েছে। একটা জয়ে এত খুশি হওয়ার কিছু নেই। শিরোপা জিততে হলে ধারাবাহিক হতে হবে। একই সাথে মানসিকভাবে শক্ত হওয়াও প্রয়োজন, এই ব্যাপারে আমাদের আর উন্নতি করার সুযোগ আছে।"