"রিয়াল-বার্সার সাথে পিএসজির তুলনার সময় আসেনি"
ছয় বছরে পাঁচ লিগ শিরোপা। ফ্রেঞ্চ লিগে এখন অনেকটাই একছত্র আধিপত্য পিএসজির। দলে আছেন নেইমার-কাভানি- এমবাপ্পে-ডি মারিয়াদের মতো তারকারা। তবে এসবের পড়েও পিএসজির কোচ উনাই এমেরি মনে করেন, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনার সাথে তুলনা করার মতো অবস্থায় পৌঁছায়নি তার দল।
১৯৭০ সালে যাত্রা শুরু করা পিএসজি রেকর্ডের দিক দিয়ে পিছিয়ে আছে বেশ কিছু ফরাসি ক্লাবের চেয়েই। তবে গত কয়েক বছরে ক্লাবটি ছাড়িয়ে যাচ্ছে ফ্রান্সের সবাইকে। চ্যাম্পিয়নস লিগেও ধীরে ধীরে নিজেদের অবস্থানটা জানান দিচ্ছে পিএসজি। রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমারকে এনে এই মৌসুমের সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে তারাই।
এতকিছু করলেও এমেরি বলছেন, ইউরোপের বড় ক্লাবগুলোর পর্যায়ে যেতে আরও সময় লাগবে পিএসজির, ‘পিএসজি নতুন ক্লাব। লিগে আমাদের নিজেদের অবস্থান আরও শক্ত করতে হবে। জার্মানিতে বায়ার্ন আছে, স্পেনে রিয়াল-বার্সেলোনা, ইতালিতে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার। তাদের অনেক শিরোপা। এখন পিএসজির লিগ শিরোপা ৭ টি, লিওর সমান। ফ্রান্সের সেরা হতেই আমাদের সময় লাগবে, অনেক ধৈর্যের দরকার। এখনি বড় ক্লাবের সাথে তুলনার সময় আসেনি।’