নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন রাসেল
ডোপিং সংক্রান্ত নিয়মভঙ্গের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আগামী মাসে লর্ডসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ক্যারিবিয়ানদের স্কোয়াডে আছেন তিনি।
শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে রাসেলকে দেখা গিয়েছিল ২০১৬ সালের আগস্টে। এরপর 'লাপাত্তা' হয়ে নিষিদ্ধ বস্তু সেবন করার অভিযোগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অ্যান্টি ডোপিং কমিটি তাকে এক বছর নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের আইপিএলে কলকাতার হয়ে খেলছেন রাসেল, আছেন দুর্দান্ত ফর্মে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার পর জাতীয় দলেও ডাক পেয়েছেন। ৩১ মে বিশ্ব একাদশের বিপক্ষে নামবে তারা। লক্ষ্য থাকবে ঝড় হারিকেনে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বেশি থেকে বেশি অর্থ সাহায্য একত্র করা। ১৩ জনের দলে থাকা রাসেলের মূল একাদশে সম্ভাবনাই বেশি। প্রীতি ম্যাচ হলেও এটা দিয়েই জাতীয় দলে ফেরার আশায় আছেন তিনি।