পিএফএর একাদশে ৫ জনই সিটির
সদ্য প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রাই প্রিমিয়ার লিগের সেরা একাদশে আধিপত্য দেখানোর কথা ছিল। সেই বিবেচনায় অবশ্য খবরটা চমকপ্রদ কিছু নয়। পিএফএর একাদশে জায়গা করে নিয়েছেন ৫ সিটি খেলোয়াড়। সংখ্যাটা অবশ্য বাড়তেই পারত, যোগ হতে পারতেন গোলরক্ষক এডারসন মোরায়েস।
মোরায়েস অবশ্য যোগ্য প্রতিদ্বন্দ্বীর কাছেই জায়গা হারিয়েছেন। একাদশের গোলরক্ষক হিসেবে ডেভিড ডি গিয়ার চেয়ে ভালো আর কে হতে পারতেন! ম্যানচেস্টার ইউনাইটেডের একমাত্র খেলোয়াড় হিসেবে পিএফএর দলে আছেন ডি গিয়া। ইংল্যান্ডে খেলা ৭ মৌসুমে ৫ বারই এই নিয়ে পিএফএর দলে জায়গা হলো ইউনাইটেড গোলরক্ষকের।
৫ সিটি খেলোয়াড়ের মধ্যে রক্ষণে আছেন নিকোলাস অটামেন্ডি, কাইল ওয়াকার; মিডফিল্ডে ডেভিড সিলভা ও কেভিন ডি ব্রুইন আর আক্রমণে সার্জিও আগুয়েরো। ২০১১ সালে ইংল্যান্ডে আসার পর এবারই প্রথম এই দলে জায়গায় হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারের। তার সঙ্গে আক্রমণভাগে আছেন মোহাম্মদ সালাহ ও হ্যারি কেইন। ৩০ ম্যাচে ৩২ গোল করা সালাহ কয়েকদিন আগে আরও একবার জিতেছেন প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্যা মান্থ পুরস্কার। এই নিয়ে এক মৌসুমে এই পুরস্কার জিতলেন তিনবার। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে এর চেয়ে বেশি প্লেয়ার অরফ দ্যা মান্থের পুরস্কার জেতেননি কেউই। ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হওয়ার তালিকায় তাই ডি ব্রুইনের চেয়ে খানিকটা এগিয়েই আছেন সালাহ।
সিটির পর সবচেয়ে বেশি জায়গা হয়েছে টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়দের। ইয়ান ভেট্রোনহান, ক্রিশ্চিয়ান এরিকসনের সঙ্গে অনুমিতভাবেই আছেন হ্যারি কেইন। আর চেলসির একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন মার্কোস আলোন্সো।