• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপে আনফিট আগুয়েরো!

    বিশ্বকাপে আনফিট আগুয়েরো!    

    ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই হারের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। প্রথমে গুরুতর মনে না হলেও শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে সার্জিও আগুয়েরোকে। লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় এটা নিয়ে ম্যানচেস্টার সিটির খুব একটা মাথাব্যথা না থাকলেও দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। এর মাঝেই আর্জেন্টাইন দলের চিকিৎসক হোমেরো আগোস্টিনো বলছেন, বিশ্বকাপে পুরোপুরি ফিট না হয়েই খেলতে হতে পারে আগুয়েরোর।

     

     

    বিশ্বকাপের বাকি আর মাত্র ৫৬ দিন। হাঁটুর অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হতে এই সময়টা যথেষ্ট নয় বলেই জানিয়েছেন আগোস্টিনো, ‘বিশ্বকাপের দুই মাস আগে এরকম অস্ত্রোপচার খুব সুখকর নয় একজন ফুটবলারের জন্য। কমপক্ষে ৫ সপ্তাহ লাগে এই ধকল কাটিয়ে উঠতে। আর তার তো পুরনো ইনজুরিও রয়েছে। এটা মোটামুটি নিশ্চিত যে সে বিশ্বকাপে শতভাগ ফিট হয়ে যেতে পারবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, কিন্তু এটা হবেই হবে।’

    ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।