• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "রিয়ালকে কেউ হারালে বায়ার্নই পারবে"

    "রিয়ালকে কেউ হারালে বায়ার্নই পারবে"    

    গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন তারা। রিয়াল মাদ্রিদকে এবার হাতছানি দিচ্ছে রেকর্ড হ্যাটট্রিক শিরপা। আগের মৌসুমের মতো এবারো অপ্রতিরোধ্য রিয়ালকে রুখে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না কেউই। সেমিফাইনালের আগে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের নির্বাহী প্রধান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলছেন, রিয়ালকে যদি কেউ হারাতে পারে সেটা বায়ার্নই!

     

     

    রিয়ালকে হারানো ‘অসম্ভব’ কিছু নয় বলেই মানছেন রুমেনিগে, ‘রিয়ালকে হারাতে হলে মাত্র ২টা ম্যাচ জিততে হবে! যদি চ্যাম্পিয়নস লিগে এই রিয়ালকে কেউ হারাতে পারে, সেটা বায়ার্ন মিউনিখই। আমাদের টিম স্পিরিট দুর্দান্ত, কোচ এই দলটাকে দারুণভাবে গড়ে তুলেছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলগত নৈপুণ্যও দেখিয়েছে বায়ার্ন। তাই সেমিতে জয় পাওয়া অবশ্যই সম্ভব।’

    এর মাঝেই নিশ্চিত হয়েছে লিগ শিরোপা। কাপের সেমিতেও বড় জয় নিয়ে ফাইনালে উঠেছে বায়ার্ন। ট্রফি জয়ের ‘নেশা’ যেন কাটছেই না বায়ার্নের, জানালেন দলের ফরোয়ার্ড টমাস মুলার, ‘আমাদের জয়ের ক্ষুধা এখন আগের চেয়ে অনেক বেড়েছে। শুধু লিগ জিতেই আমরা সন্তুষ্ট থাকতে চাই না। ভক্তদের জন্য আর বড় কিছু জিততে চায় সবাই।’