• লা লিগা
  • " />

     

    "মেসিকে আঘাত করলে আর আর্জেন্টিনায় ফেরা লাগবে না"

    "মেসিকে আঘাত করলে আর আর্জেন্টিনায় ফেরা লাগবে না"    

    শনিবার কোপা ডেল রে ফাইনালের আগে গ্যাব্রিয়েল মের্কাদো মুখোমুখি হয়েছিলেন স্প্যানিশ সংবাদমাধ্যম  এএসের সামনে। সেভিয়ার আর্জেন্টাইন রাইটব্যাক শিরোপা জিততে মুখিয়ে আছেন। তবে দলের শিরোপা জয়ের পথে বড় বাধা যে তার স্বদেশী প্রতিপক্ষ সেটাই জানিয়েছেন সাক্ষাৎকারে। ফাইনালে লিওনেল মেসির বার্সেলোনার মুখোমুখি হবে সেভিয়া।    

    মেসিকেই সেরা খেলোয়াড় মানেন মের্কাদো, "সেই সেরা, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।"

    বার্সার বিপক্ষে মেসিকে আটকাতে কী করবেন সেই জবাব দিয়েছেন মজা করেই, "আমি যদি মেসিকে আঘাত করি, তাহলে আমার আর আর্জেন্টিনায় ফেরা লাগবে না!" এরপরই অবশ্য কিছুটা সিরিয়াস ভঙ্গিতে ফিরেছেন, তাতেই হয় বাস্তবতাও স্বীকার করে নিলেন। "মেসিকে ফাউল করেও আসলে লাভ নেই। আপনি তাকে একবার ফেলে দেবেন, সে উঠে দৌড় শুরু করবে। তার একমাত্র লক্ষ্য প্রতিপক্ষকে হারানো।" 

    মেসি বন্দনায় মাতলেও মের্কাদো অবশ্য ভুলে যাচ্ছেন না তিনি সেভিয়ার খেলোয়াড়। তাই বার্সাকে হারাতে মের্কাদোর আশা দল খেলবে নির্ভুল ফুটবল। "আমাদের নিখুঁত ফুটবল খেলতে হবে। রক্ষণে মনোযোগী হতে হবে আরও। আমরা শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। আমাদের কাছ থেকে কেউ সহজে সেটা ছিনিয়ে নিতে পারবে না।"