আর্সেনাল ছাড়ছেন ওয়েঙ্গার
নটে গাছটি তাহলে শেষ পর্যন্ত মুড়লো? আর্সেনালে শেষ হতে চলেছে ওয়েঙ্গার-অধ্যায়। আজ লন্ডনের ক্লাবটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার। নতুন কোচ কে হবেন, সেটা অবশ্য নিশ্চিত করা হয়নি এখনও।
কয়েক মৌসুম ধরেই ওয়েঙ্গারের আর্সেনাল ছাড়া নিয়ে চলেছে তুমুল শোরগোল। ‘ওয়েঙ্গার-আউট’ লেখা ব্যানারে ছেয়ে গেছে ফুটবল ম্যাচ থেকে শুরু করে কনসার্ট, এমনকি রাজনৈতিক সমাবেশেও। তবে গত মৌসুমেও ওয়েঙ্গার জানিয়ে দিয়েছেন, আর্সেনাল ছাড়ার ইচ্ছা এখনই নেই তাঁর। সেবার চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি আর্সেনাল, এবারও খেলার আশা প্রায় শেষ। লিগে এখন আছে ছয়ে, ইউরোপা লিগ জিতলেই শুধু বেঁচে থাকতে পারে আশা। সামনের মৌসুমেও থেকে যেতে পারেন এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটা মিথ্যে প্রমাণিত হলো।
১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন ওয়েঙ্গার। এরপর তিনটি ইংলিশ লিগ ও সাতটি এফএ কাপ জিতেছেন, অপরাজিত মৌসুমে শিরোপা জেতার কীর্তিও আছে। ওয়েঙ্গার বলেছেন, "এতগুলো বছর এই ক্লাবের দায়িত্বে থাকতে পারার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিজের সাধ্যমত ও পূর্ণ সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।"
"অনেক ভেবে চিন্তে এবং ক্লাবের সঙ্গে কথা বলার পর আমার মনে হয়েছে এটাই বিদায় বলার সঠিক সময়। এই ক্লাবের সঙ্গে এতোদিন কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। মনে রাখার মতো সময়গুলোর জন্য আমি কৃতজ্ঞ।"