"ওয়েঙ্গারের প্রতিদ্বন্দ্বী হতে পেরে আমি গর্বিত"
শিরোপা নিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসন আর আর্সেন ওয়েঙ্গারের লড়াই ছিল প্রিমিয়ার লিগের মূল আকর্ষণ। সময়ের সাথে রঙ বদলেছে লিগের। অবসরে যাওয়ার আগ পর্যন্ত ফার্গুসনের ক্যারিয়ার ছিল সাফল্যমন্ডিত। কিন্তু আর্সেন ওয়েঙ্গার মাঝে পথ হারিয়েছেন, মুদ্রার উলটো পিঠটাও দেখেছেন। এখন বিদায়বেলায় আবারও পাশে পাচ্ছেন পুরনো সেই প্রতিদ্বন্দ্বী ফার্গিকে।
"আমি ওয়েঙ্গারের জন্য আনন্দিত। আর্সেনালে সে যা করেছে সেটার জন্য আমি তাঁকে সবসময়ই সম্মান করি।"
"২২ বছর ধরে একই কাজে থাকাটাই তার মেধা, পেশাদারিত্ব আর একাগ্রতার সাক্ষ্য দেয়।"
"ফুটবলে সাধারণত ম্যানেজাররা এক,দুই বছর টিকে। আর্সেনালের মতো ক্লাবে এতোগুলো দিন কাটিয়ে দেওয়া বিরাট একটা পাওয়া। আমি খুশি যে সে মৌসুমের এমন সময়ে বিদায় বলেছে। এখন তার বিদায়টা যেমন হওয়ার কথা ছিল তেমনই হবে। এটা তার প্রাপ্য।"
প্রতিদ্বন্দ্বী তো অনেকেই হতে পারেন, কিন্তু তাদের ভেতর যোগ্য কয়জন থাকেন? স্যার অ্যালেক্স ফার্গুসন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী মানেন ওয়েঙ্গারকেই। ফ্রেঞ্চ ম্যানেজারের ওপর শ্রদ্ধার কথা আগেও অনেকবার বলেছেন, আজও আরেকবার বললেন। এমন একজনকে পেয়ে নিজেই গর্ব বোধ করছেন ফার্গি, "এটা নিয়ে কোনো সন্দেহই নেই সে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ম্যানেজার। আমি গর্বিত যে আমি তার প্রতিদ্বন্দ্বী হতে পেরেছিলাম। এমন একজনের বন্ধু, সহকর্মী হতে পারাটা গর্বের ব্যাপার।"