• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পিএসজিতে যাচ্ছেন ওয়েঙ্গার?

    পিএসজিতে যাচ্ছেন ওয়েঙ্গার?    

    দীর্ঘ ২২ বছরের সম্পর্কটা চুকেবুকে যাচ্ছে। তবে আর্সেনালের দায়িত্ব ছাড়লেও কোচিং থেকে হয়ত দূরে থাকবেন না আর্সেন ওয়েঙ্গার। দায়িত্ব ছাড়ার পরপরই গুঞ্জন উঠেছে, ফরাসি ক্লাব পিএসজি কিংবা মোনাকোর পরবর্তী কোচ হতে পারেন তিনি।

     

     

    লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার পর পরবর্তী মৌসুমে পিএসজি কোচ উনাই এমেরির বরখাস্ত হওয়ার গুঞ্জন্টা ক্রমেই জোরালো হচ্ছে। নেইমারদের পরবর্তী কোচ কে হবে সেটা নিয়েই চলছে আলোচনা। এরকম সময়ে ওয়েঙ্গারের বিদায়ের ঘোষণায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। পিএসজি কর্তৃপক্ষের সাথে ওয়েঙ্গারের সুম্পর্ক এই গুঞ্জনের পালে আরও হাওয়া লাগাচ্ছে।

    পিএসজিতে না গেলে ওয়েঙ্গার যেতে পারেন আরেক ফরাসি ক্লাব মোনাকোতে। ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৭ বছর এই মোনাকোতেই কোচের দায়িত্ব পালন করেছিলেন। সাবেক কোচকে আবারও দলে ভেড়াতে এরই মাঝেই নাকি চেষ্টা শুরু করে দিয়েছে ক্লাবটি।