"ক্রিকেট অস্ট্রেলিয়া লোভী"
টিভিস্বত্ত্বে বেশ বড়সড় ‘লাভ’ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চ্যানেল সেভেন ও ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তির অঙ্কটা প্রায় ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। সম্প্রচারের স্বত্ত্ব কেনা চ্যানেলের কথা ভেবেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশের কলেবর বাড়ানো হয়েছে- কথা উঠেছে এমনও। সিএ-র এই পদক্ষেপের পেছনে সবচেয়ে বড় কারণ ‘লোভ’, এমন মন্তব্য করে রীতিমত বোর্ডকে ধুয়ে দিয়েছেন লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।
সামনের মৌসুম থেকেই ৩৪ ম্যাচ থেকে বেড়ে বিগব্যাশ হচ্ছে ৪৩ ম্যাচের। টুইটারের ওয়ার্ন বলেছেন, “একটা দারুণ পণ্যের ওজন” এভাবে হালকা করে দেওয়া হচ্ছে, “বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে একটা সমমানের জুটি থাকা উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেটে, তাহলে সবাই একই জায়গায় থাকবে- অবশ্যই সব ক্ষেত্রে সবাই একমত হবে না, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য তো এটাই সবচেয়ে ভাল হবে! ক্রিকেট ও এর সমর্থকরাও খুশি থাকবে।”
“পুনশ্চ- এমন হলে লোভটাও দরজা দিয়ে পালাবে আশা করা যায়। উদাহরণস্বরুপ- বিগব্যাশের যে প্রসার হচ্ছে পরের মৌসুম থেকে, এটা দারুণ একটা প্রতিযোগিতা, যত কম ম্যাচ ততই ভাল, টাকার জন্য ম্যাচ বাড়ালে দারুণ একটা পণ্য এর মান হারাবে।”
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়ানোর জন্য ম্যাচ বাড়ানো হয়নি, টুর্নামেন্টের ক্লাইম্যাক্সের সমতা আনতেই এমন করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থা এসিএ-ও বিগব্যাশের দৈর্ঘ্য বাড়ানো নিয়ে উচ্চকিত হয়েছে। এমন পরিবর্তনে যাতে সবাই খুশি থাকে বা লাভবান হয়, সেই পথটা খুঁজে বের করারও তাগিদ দিয়েছেন তারা।