জয় দিয়েই ওয়েঙ্গারের শেষের শুরু
শুক্রবার অনেকটা হুট করেই আর্সেনালের ম্যানেজারের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। প্রিমিয়ার লিগের ৫ ম্যাচ আর ইউরোপার দুই লেগের সেমিফাইনালসহ তখন আর্সেনালের ম্যাচ বাকি ছিল ৭ টি। ফাইনালে উঠলে সংখ্যাটা বাড়বে আরও। আর্সেন ওয়েঙ্গারকে আর্সেনালের ডাগআউটে দেখার সুযোগ মিলবে আরও একটি বার। ম্যানেজারের বিদায়ের ঘোষণা দেওয়ার পর আজই প্রথম মাঠে নেমেছিল আর্সেনাল। শেষের শুরুটা হয়েছে এমিরেটসেই। সেই ম্যাচে ওয়েস্টহামকে ৪-১ গোলে হারিয়ে আর্সেনাল জয় উপহার দিয়েছে তাদের ম্যানেজারকে।
জয়ের ব্যবধান বড় মনে হলেও ম্যাচটা অবশ্য সহজ ছিল না আর্সেনালের জন্য। প্রথম গোলের জন্য ৫১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল আর্সেনালকে। নাচো মনরিয়েলের গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। সেই লিড অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪ মিনিটে মার্কো আরনাতুভিচ সমতায় ফেরান ওয়েস্টহামকে।
আর্সেনাল আসলে ম্যাচটা জিতেছে শেষ ১০ মিনিটের ঝড়ে.৮২ মিনিটে শুরুটা করেছিলেন অ্যারন রামসে। পরে চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন অ্যালেক্সান্ডার লাকাজেত। ওয়েঙ্গারের শেষের শুরুটা তাই হয়েছে জয় দিয়েই।