• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এফএ কাপের ফাইনালে চেলসি

    এফএ কাপের ফাইনালে চেলসি    

    গতকাল প্রথম সেমিফাইনাল জিতে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো চেলসিও। নিজের দ্বিতীয় মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো দলকে ফাইনালে নিয়ে গেলেন আন্তোনিও কন্তে। আগেরবার আর্সেনালের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তার, এবার প্রতিপক্ষ হোসে মরিনহোর দল। দুইজনের কথার লড়াই মৌসুমজুড়েই উত্তেজনা ছড়িয়েছে। দুই দলের ফাইনাল যে অন্যরকম রোমাঞ্চ ছড়াবে সেটা আগে থেকেই তাই আন্দাজ করা যাচ্ছে। 



    গত সপ্তাহে প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন অলিভিয়ের জিরু। আজ  ওয়েম্বলিতে তাই শুরু থেকেই ছিলেন দলে। সেই জিরুই আবার আজ এগিয়ে দিয়েছিলেন চেলসিকে। বিরতির আগ পর্যন্ত অবশ্য দুই দলকে আলাদা করার উপায় ছিল না। দ্বিতীয়ার্ধের ২০ সেকেন্ডে দারুণ এক গোল করে ব্যবধান গড়ে দেন জিরু, ডিবক্সের ভেতর তিনজন ডিফেন্ডার আর গোলরক্ষককে কাটিয়ে দেখার মতো এক গোল করে। লিগে কখনই নিয়মিত হতে না পারলেও এফএ কাপে জিরু হিরো। ২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৫ বার, অ্যাসিস্টও আছে ৭টি।  

    ৮০ মিনিটে জিরু মাঠ ছেড়েছিলেন আলভারো মোরাতার বদলি হয়ে। তিনিও মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোল করে নিশ্চিত করেন চেলসির এফ কাপ ফাইনাল। শেষদিকে অবশ্য ব্যবধান আরও বাড়াতে পারতেন মোরাটাই। একবার তার শট গোললাইন থেকে ক্লিয়ার করেছেন সাউদাম্পটন ডিফেন্ডার, পরে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক। দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচে চার্লি অস্টিনের শট বারপোস্টে লেগে ফেরত আসলে শেষদিকে ম্যাচে ফেরার সুযোগটাও হাতছাড়া হয় সাউমদাম্পটনের। 

    আগামী মাসের ১৯ তারিখ ওয়েম্বলিতে ফাইনালে মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড, চেলসি।