বর্ষসেরা হলেন সেই সালাহ
এই মৌসুমে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই আছেন অবিশ্বাস্য ফর্মে। গত কয়েক সপ্তাহে প্রতি ম্যাচের কোনো না কোনো রেকর্ড ভাঙছেন মোহামেদ সালাহ। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবার ‘প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের’ বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন তিনি।
প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। গোল পেয়েছেন ৩১ টি, অ্যাসিস্ট ৯ টি। শট নিয়েছেন মোট ১৩২ টি, যার মাঝে শটস অন টার্গেট ছিল ৬৪টি। বর্ষসেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, টটেনহামের হ্যারি কেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াদের।
এই পুরস্কার জেতায় স্বভাবতই দারুণ খুশি সালাহ, ‘এটা আসলে দারুণ গর্বের ব্যাপার। কারণ আমাকে ফুটবলাররাই ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি গর্বিত এই সম্মান পাওয়ায়। চেলসিতে খেলার সময় তেমন কিছু করতে পারিনি। এবার ইংল্যান্ডে ফিরে এসে সবাইকে দেখিয়ে দিয়েছি। এখন আমি অন্যরকম একজন মানুষ ও ফুটবলার।’