• " />

     

    ক্রিকেটকে 'সহজবোধ্য' করতেই ১০০ বলের ইনিংসের ম্যাচ?

    ক্রিকেটকে 'সহজবোধ্য' করতেই ১০০ বলের ইনিংসের ম্যাচ?    

    ১০০ বলের ইনিংস! কয়েকদিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই অদ্ভুত পরিকল্পনায় চমকে গিয়েছিল পুরো ক্রিকেট বিশ্ব। হঠাৎ এমন ফরম্যাটের কথা কেনও ভাবলেন তারা? ইংল্যান্ড ক্রিকেট দলের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস মনে করেন, খেলাটাকে সাধারণ মানুষের কাছে আরেকটু ‘সহজবোধ্য’ করতেই আসছে এমন ফরম্যাট।

     

     

    ২০২০ সাল থেকে আটটি দল নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করবে ইসিবি। সেখানে প্রতি ইনিংসে খেলা হবে ১০০ বল। ছয় বল করে খেলা হবে ১৫ ওভার,  বাকি ১০ বল থাকবে ‘ট্যাকটিক্যাল বৈচিত্র্যের’ জন্য।

    শুধু পাড় ক্রিকেট ভক্ত নয়, অন্যদেরও ক্রিকেটের সাথে সম্পৃক্ত করতে চায় ইসিবি, বলছেন স্ট্রাউস, ‘আসলে আমরা নতুন দর্শক তৈরির চেষ্টায় আছি। যারা কখনো সেভাবে ক্রিকেটটা দেখেন না, তারা যেন সহজেই খেলাটা বুঝতে পারেন এই পরিকল্পনাই করছে বোর্ড। ক্রিকেটকে সহজ থেকে সহজতর করাটাই আমাদের লক্ষ্য।’

    টি-টোয়েন্টি ফরম্যাট যখন নতুন আসে, সেটা নিয়ে কম সমালোচনা হয়নি। এখন তিন ফরম্যাটের মাঝে এটাই জনপ্রিয়তার তুঙ্গে। স্ট্রাউস জানালেন, ১০০ বলের ক্রিকেটও জনপ্রিয়তা পাবে, ‘আমরা চাই দর্শকরা দ্রুত খেলা দেখে ঘরে ফিরুক, বাচ্চারা তাড়াতাড়ি ঘুমাতে যাক! টি-টোয়েন্টি যেমন জনপ্রিয়তা পেয়েছে সবার মাঝে, এটাও পাবে। এরকম ফরম্যাটে ‘সিরিয়াস’ দর্শক ছাড়াও বহু মানুষ শুধু মজার জন্যই মাঠে আসে।’