"আর্সেনাল সমর্থকরাই ক্লাবকে সম্মান করে না"
‘ওয়েঙ্গার আউট’ স্লোগান তার চোখ এড়ায়নি। মাঠে কিংবা মাঠের বাইরে, আর্সেনাল সমর্থকদের বড় একটা অংশের আস্থা আগেই হারিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। গত সপ্তাহে ২২ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। বিদায়বেলায় খানিকটা অভিমান করেই ওয়েঙ্গার জানালেন, খোদ আর্সেনালের সমর্থকরাই ক্লাবকে সম্মান করে না।
আর্সেনাল ভক্তদের কিছু আচরণে একেবারেই খুশি নন ওয়েঙ্গার, ‘আমি বিশ্বাস করি বিশ্বজুড়ে আর্সেনালকে মানুষ সম্মান করে। এই সম্মানের পরিমাণটা ইংল্যান্ডের মানুষের চেয়েও বেশি! আমেরিকা, চায়নার শিশুরা এখানে খেলার স্বপ্ন দেখে। আমি যেমনটা চেয়েছিলাম, আর্সেনালের সমর্থকরা সেভাবে একতার পরিচয় দিতে পারেনি। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার। খেলায় হারজিত থাকবে, এটাই ফুটবল। ফলাফল যাই হোক সেটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।’
মৌসুম শেষেই দায়িত্ব ছাড়বেন। কোচ না থাকলেও আর্সেনালে ভালোমন্দের চিন্তা আজীবনই মাথায় থাকবে ওয়েঙ্গারের, ‘এই ক্লাবের সাথে সব সম্পর্ক ছিন্ন করা কখনোই সম্ভব না। ক্লাব কেমন খেলছে, কতটুক উন্নতি করছে সবই নজরে থাকবে। আমার জীবনের সেরা সময়টা এই ক্লাবকে দিয়েছি। সপ্তাহের ৭ দিন, প্রতিদিন ২৪ ঘণ্টা করে কাজ করেছি, ২২ বছর পেরিয়ে গেছে এভাবে। সবকিছু চুকেবুকে ফেলা তো অসম্ভব ব্যাপার!’