সিরি আ শিরোপা জিতবে কে?
প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে, লা লিগারটাও প্রায় নিশ্চিতভাবে বার্সেলোনাই জিতছে। সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহের দিকে লড়াইটা শেষ হয়ে যায় সিরি আতেও। কিন্তু এবার ব্যতিক্রম। সব লিগের লড়াই শেষ হয়ে গেলেও, সিরি আ যেন আরও প্রাণ ফিরে পাচ্ছে সময়ের সাথেই। গত সপ্তাহে ক্রোটনের সঙ্গে ড্র করার আগ পর্যন্ত দুই দলের পয়েন্ট পার্থক্য ছিল ৬। এক সপ্তাহের ব্যবধানে দুইয়ে থাকা নাপোলি সেই ব্যবধান কমিয়ে নিয়ে এসেছে ১ এ। গত সপ্তাহে ক্রোটনের সঙ্গে ড্র করার পর নাপোলির কাছেও ঘরের মাঠে হেরেছে জুভেন্টাস। আর তাতে টানা ৭ বার শিরোপা জয়ের স্বপ্নে বড়সড় ধাক্কা খেয়েছে তুরিনের ওল্ড লেডিরা।
লিগের বাকি আর চার ম্যাচ। দুই দলের পরবর্তী ৪ ম্যাচের প্রতিপক্ষ দেখে নাপোলিকেই মনে হচ্ছে শিরোপা জয়ের পথে এগিয়ে আছে। জুভেন্টাসের শেষ চার ম্যাচের দুইটিই ইন্টার মিলান আর রোমার বিপক্ষে, তাও আবার অ্যাওয়ে। সেই তুলনায় সহজ প্রতিপক্ষই অপেক্ষা করছে নাপোলির জন্য। ডিয়েগো ম্যারাডোনা যুগের পর এবারই প্রথম লিগ জয়ের এতো কাছাকাছি নাপোলি। ১৮ বছরের সেই খরা কি এবার ঘুচবে নাপোলির?