"সালাহ নয়, ব্রুইনের বর্ষসেরা হওয়া উচিত ছিল"
বর্ষসেরা হওয়ার দৌড়ে মোহামেদ সালাহর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন শেষ পর্যন্ত জিততে পারেননি এই পুরস্কার। সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, সালাহ নয়, বর্ষসেরা হওয়া উচিত ছিল ব্রুইনেরই।
৩৪ ম্যাচে করেছেন ৮ গোল। ব্রুইন অবশ্য গোল করার চেয়ে গোল করিয়েছেন বেশি। আগুয়েরো, হেসুসদের অনেক গোলই এসেছে তার বাড়ানো বল থেকেই। গার্দিওলার কাছে সিটির প্রিমিয়ার লিগ জয়ে তার ভূমিকাটাও তাই অনস্বীকার্য।
দুর্দান্ত ফর্মে আছেন সালাহও। তবে সবকিছু মিলিয়ে ব্রুইনেরই পাওয়া উচিত ছিল বর্ষসেরার খেতাব, মানছেন গার্দিওলা, ‘যদি গত ৯-১০ মাসের দিকে তাকান, তাহলে ধারাবাহিকতার দিক দিয়ে ব্রুইনের চেয়ে ভালো কেউই নেই। হয়ত পরিসংখ্যান হিসাব করলে কেউ কেউ তার চেয়ে এগিয়ে। কিন্তু তার চেয়ে এই মৌসুমে কেউ ভালো খেলেনি। আমার কাছে সেই সেরা। বর্ষসেরা না হলেও সিটিতে সেই চ্যাম্পিয়ন।’