• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক-অফের আগেঃ রোমার 'প্রতিশোধের' রাত?

    কিক-অফের আগেঃ রোমার 'প্রতিশোধের' রাত?    

    প্রতিপক্ষ যখন লিভারপুল, রোমার সামনে ভেসে ওঠে শুধু ওই মুহূর্তটাই। ১৯৮৪ সালে নিজেদের মাঠে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরে ইউরোপিয়ান কাপের শিরোপা ছুঁতে পারেনি রোমা। সেই শোকে মুহ্যমান রোমা অধিনায়ক আগোস্টিনোডি বার্তোলোমে ১০ বছর পর আত্মহত্যাও করেছিলেন! ৩৪ বছর পর আবারও নকআউট পর্বে মুখোমুখি দুই দল। রোমা কি পারবে অ্যানফিল্ডে সেই ফাইনালের হারের প্রতিশোধ নিতে? নাকি ম্যানচেস্টার সিটির মতো রোমাকেও উড়িয়ে দিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে লিভারপুল?

     

     

    রোমার প্রতিপক্ষ ইতিহাসওঃ

    সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত পাঁচবার দেখা হয়েছে দুই ক্লাবের। চ্যাম্পিয়নস লিগে ৩ বারের দেখায় একবারও লিভারপুলকে হারাতে পারেনি রোমা। পাঁচ দেখায় লিভারপুলের জয় ৩টি, রোমা জিতেছে একবার, ড্র ২টিতে।

    ১৯৮৪ সালের সেই ফাইনালের হারের পর ২০০১ সালে ইউয়েফা কাপে মুখোমুখি হয়েছিল রোমা-লিভারপুল। সেবার রোমে ২-০ গোলে জিতলেও অ্যানফিল্ডে ১-০ গোলে হেরেছিল দ্যা রেডসরা। পরের মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দেখা হয় দুই দলের। রোমে ড্র হলেও অ্যানফিল্ডে ২-০ গোলে হেরে যায় রোমা।  

     

    দুশ্চিন্তা যখন ইনজুরিঃ

    ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়তা খেলতে পারবেন না লিভারপুলের জো মাতিপ। রোমার বিপক্ষে একাদশে না থাকা অনেকটাই নিশ্চিত এমেরে ক্যান ও অ্যাডাম লালানারও।

    লিভারপুলের মতো স্বস্তিতে নেই রোমাও। রিক কার্সড্রপ, জর্জিও ডেফ্রেল স্কোয়াডে থাকছেন না আজও।

     

    রোমার হন্তারক সেই সালাহ?

    ৪ বছর আগে এক মৌসুমের জন্য রোমায় খেলেছিলেন মোহামেদ সালাহ। এই মৌসুমে তার অবিশ্বাস্য ফর্মেই এতদূর এগিয়েছে লিভারপুল। কোচ ইউর্গেন ক্লপ তাই সালাহকেই তুরুপের তাস মানছেন, ‘রোমাতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছিল সে। কিন্তু এখন রোমার ওরাই তার প্রতিপক্ষ। ফাইনালে সালাহ অবশ্যই খেলতে চায়, আমরা সবাই চাই। রোমা যে অবিশ্বাস্য একটা ম্যাচ খেলে সেমিতে উঠেছে, সেটা এক কথায় দারুণ। বিশেষ একটা মুহূর্ত ছিল ওটা। আমরা চেষ্টা করবো নিজেদের মাঠে ভালো খেলে এগিয়ে থাকতে।’

    এদিকে বার্সেলোনার ম্যাচের মতো এবারো প্রতিপক্ষের মাঠ থেকে অ্যাওয়ে গোল নিয়ে ঘরে ফিরতে চান রোমা কোচ ইউসেবিও ডি ফ্রান্সেসকো, ‘লিভারপুল বার্সেলোনার থেকে আলাদা। তবে আমাদের লক্ষ্যটা একই থাকবে, অ্যাওয়ে গোল পাওয়া। লিভারপুলের দুর্বলতা ধরে এগোতে হবে। তাদের মাঠে তাদেরকে হারানো খুব কঠিন কাজ। বিশেষ করে অ্যানফিল্ডের দর্শক যেভাবে তাদের পাশে থাকে, এক কথায় অবিশ্বাস্য। নিজেদের সেরাটা না দিলে ভালো কিছু আশা করা যাবে না।’

    নিজেদের মাঠে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ক্লপের দল। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে গিয়ে শেষ ১১ ম্যাচের মাত্র ২টিতে হেরেছে রোমা। 

    বাংলদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলা দেখাবে সনি টেন-২। রোমার সামনে ৩৪ বছর আগের সেই হারের প্রতিশোধের হাতছানি। লিভারপুল কি পারবে বড় জয়ে সেই আশা চূর্ণবিচূর্ণ করতে?