সালাহর আরেকটি রেকর্ডের রাত
তাঁকে নিয়েই ভয়টা সবচেয়ে বেশি ছিল। কতশত পরিকল্পনা, কতকিছুই না করল রোমার রক্ষণভাগ। কিন্তু মোহামেদ সালাহকে আটকে রাখার সাধ্য কার? অপ্রতিরোধ্য সালাহতেই ৫-২ গোলে জিতেছে লিভারপুল। জয়ের রাতে বেশ কিছু রেকর্ডও করেছেন এই মিশরিয়ান। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে আফ্রিকান ফুটবলারদের মাঝে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।
এই মৌসুমে এখন পর্যন্ত ১১ টি ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়নস লিগে। কালকের জোড়া গোলের পর সালাহর গোলসংখ্যা এখন ১০। প্রথম আফ্রিকান হিসেবে এক মৌসুমে ৯ টির বেশি গোল করলেন তিনি। সব টুর্নামেন্ট মিলিয়ে এই মৌসুমে ৪৭ ম্যাচে সালাহর গোল ৪২। সালাহর সামনে আছেন শুধু ইয়ান রাশ। ১৯৮৩-৮৪ মৌসুমে ৪৭ গোল করেছিলেন, যা এখনও এক মৌসুমে লিভারপুলের হয়ে সর্বোচ্চ। আর ৫ গোল পেলেই রাশকে ছুঁয়ে ফেলবেন, ৬ গোল করলেই হবে নতুন ইতিহাস।
সালাহর এই অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ, ‘সে এক কথায় অসাধারণ খেলেছে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল। প্রথম গোলটা তো মনমুগ্ধকর। এই মুহূর্তে সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তবে মেসি-রোনালদোকে ছাড়িয়ে যেতে এই ফর্ম আরও দীর্ঘ সময় ধরে রাখতে হবে।’