'এই মুহূর্তে সালাহ-ই বিশ্বসেরা'
অনেকেই তাঁর নাম দিয়ে দিয়েছেন মিশরের চতুর্থ পিরামিড, কেউ কেউ বলছেন শেষ ফারাও রাজা। মোহামেদ সালাহ মানে শুধু এখন শুধু উন্মাদনা নয়, তার চেয়েও যেন বেশি কিছু। কাল লিভারপুলের হয়ে যা খেলেছেন, তাতে এমনকি লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনাও শুরু হয়ে গেছে। তবে স্টিভেন জেরার্ড এতকিছু ধার ধারেননি, সরাসরিই বলে দিয়েছেন এই মুহুর্তে সালাহ-ই বিশ্বসেরা খেলোয়াড়।
রোমার বিপক্ষে নেমে কাল প্রথমার্ধেই জোড়া গোল করেছেন সালাহ। পরে গোল করিয়েছেন আরও দুইটি। এই মৌসুমে ৪৩ গোল হয়ে গেছে তাঁর, ভেঙে দিয়েছেন রোনালদোর এক মৌসুমে ইংল্যান্ডে সব প্রতিযোগিতা মিলে ৪১ গোলের রেকর্ড। জেরার্ড তাই সালাহর প্রশংসায় কোনো রাখঢাকই করলেন না, ‘এ এখন জীবনের সেরা ফর্মে আছে। মেসি-রোনালদো অনেক বছর ধরেই অবিশ্বাস্য ধারাবাহিকতায় পারফর্ম করে যাচ্ছে, তাদের সঙ্গে আসলে কারও তুলনা করা কঠিন। ’
এরপর জেরার্ড যেটা বলেছেন, সালাহ সেটাকে বড় একটা পাওয়া ধরে নিতে পারেন, ‘কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, এই মুহূর্তে সালাহ-ই বিশ্বের সেরা খেলোয়াড়।’
কাল রোনালদোর রেকর্ড তো ভেঙেছেনই, তার আগে ইংলিশ লিগে এক মৌসুমে (৩৮ ম্যাচের) সবচেয়ে বেশি গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন। আরও তিন ম্যাচ বাকি, এই রেকর্ড পেরিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার। লিভারপুলের অভিষেকে সবচেয়ে বেশি গোলের তোরেসের রেকর্ড তো ভেঙেছেন আগেই। কাল সালাহ-ফিরমিনো দুজনেই চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করেছেন এই মৌসুমে, লিভারপুলের হয়ে এই কীর্তি আর কারও নেই।